Mahindra Thar: বদলে যাচ্ছে ডিজাইন, 15 আগস্ট লঞ্চের আগে ফাঁস নতুন মাহিন্দ্রা থার আর্মাডার ছবি

মাহিন্দ্রা থার ৫ ডোর এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ি হতে চলেছে। পাঁচ দরজার এই এসইউভি-তে পাঁচ জনের আসনের পাশাপাশি লাগেজ...
SUMAN 15 July 2024 12:11 PM IST

মাহিন্দ্রা থার ৫ ডোর এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ গাড়ি হতে চলেছে। পাঁচ দরজার এই এসইউভি-তে পাঁচ জনের আসনের পাশাপাশি লাগেজ রাখার ব্যবস্থা থাকবে, যা ক্রেতারা অনেকদিন ধরেই ক্রেতারা দাবি করছেন। এটি ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন আত্মপ্রকাশ করবে। তার আগেই কিছু ছবি ফাঁস হয়ে মাহিন্দ্রা থার ৫ ডোর ভার্সনের ডিজাইনের ধারণা দিয়েছে।

নতুন অবতারে মাহিন্দ্রা থার আর্মাডার (এই নামে আসতে পারে) ফ্রন্টের ছবি এই প্রথম সামনে এসেছে। এতে নতুন বাম্পার, সি আকৃতির এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, এবং নতুন গ্রিল রয়েছে, যা গাড়িটির সবচেয়ে বেশি আলোচনার বিষয়। গ্রিলে ছয়টি বর্গাকার স্ল্যাট বর্তমান, যা একে থ্রি-ডোর মডেল থেকে আলাদা করেছে।

মাহিন্দ্রা থার ফাইভ ডোরের ইন্ডিকেটর এখন মিলবে ফেন্ডারে৷ ডিআরএল হেডলাইটে শিফ্ট হয়েছে। ফেন্ডারে সিলভার পার্ট ফিরে এসেছে, যা আগে থ্রি-ডোর ভার্সন থেকে বাদ দেওয়া হয়েছিল। সাইড প্রোফাইলের কথা বললে, এটি সিলভার সাইড স্টেপ পেয়েছে ও রিয়ার ডোর হ্যান্ডেল গাড়ির সি পিলারের উপরে অবস্থিত। মিরর সহ সামগ্রিক ডিজাইন তিন দরজা যুক্ত মডেলের মতোই।

মাহিন্দ্রা থার ফাইভ ডোরের ইন্টেরিয়রটি সাদা রঙের৷ স্পাই শট থেকে জানা গিয়েছিল যে, এতে সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ও ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। ইঞ্জিনে বদল হওয়ার সম্ভাবনা নেই৷ আগের মতোই ২.০ লিটার টার্বো পেট্রল ও ২.২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন মিলবে। তবে টিউনিং আলাদা হতে পারে। গিয়ারবক্স হিসাবে থাকবে সিক্স স্পিড ম্যানুয়াল ও সিক্স স্পিড অটোমেটিক অপশন।

Show Full Article
Next Story