Mahindra Thar: মারুতি জিমনিকে টেক্কা দিতে অস্ত্র রেডি, 5 দরজার থার কবে লঞ্চ হচ্ছে জানুন

আগামী ৭ জুন ভারতের বাজারে লঞ্চ হচ্ছে অফ-রোড এসইউভি (SUV) Maruti Suzuki Jimny। ইতিমধ্যেই ক্রেতাদের মনে ব্যাপক উদ্দীপনা...
SUMAN 27 May 2023 2:35 PM IST

আগামী ৭ জুন ভারতের বাজারে লঞ্চ হচ্ছে অফ-রোড এসইউভি (SUV) Maruti Suzuki Jimny। ইতিমধ্যেই ক্রেতাদের মনে ব্যাপক উদ্দীপনা জাগিয়েছে গাড়িটি। যার প্রমাণ মিলেছে বুকিংয়ের সংখ্যায়। এখনও পর্যন্ত ৩০,০০০ এর বেশি অর্ডার পেয়েছে এটি। আবার মারুতি জিমনিকে টেক্কা দিতে করতে মাহিন্দ্রা (Mahindra) এই সেগমেন্টে তাদের অন্যতম জনপ্রিয় মডেল Thar-এর বড় ভার্সন আনতে চলেছে। এতদিন শোনা যাচ্ছিল, পাঁচ দরজার থার চলতি বছরেই ভারতের বাজারে আসবে। তবে জল্পনা উড়িয়ে খোদ সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছেযে, পাঁচ দরজা বিশিষ্ট Mahindra Thar আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চহতে চলেছে।

Mahindra Thar-এর নতুন ভার্সন ২০২৪-এ লঞ্চ হবে

মাহিন্দ্রার প্রধান কার্যনির্বাহী আধিকারিক রাজেশ জেজুরিকার নিশ্চত করেছেন, Mahindra Thar-এর নতুন ভার্সন ২০২৩-এ লঞ্চ হচ্ছে না। বরং ২০২৪-এ দেশের বাজারে আনা হবে গাড়িটি। ২০২০-এর অক্টোবরে এদেশে প্রথম লঞ্চ হয়েছিল গাড়িটি। তখন এটির তিন দরজা মডেল বিক্রি করা হতো। কিন্তু এবারে মারুতি সুজুকি ৫-ডোর ভার্সনে তাদের Jimny সামনের মাসেই লঞ্চ করছে। যার দেখাদেখি মাহিন্দ্রাও তাদের থার, পাঁচ দরজা ভার্সনে আনার পরিকল্পনা গ্রহণ করেছে।

Mahindra Thar : ইঞ্জিন ও দাম

মাহিন্দ্রা থার গাড়িটি প্রাথমিক পর্যায়ে ফোর হুইল ড্রাইভ স্ট্যান্ডার্ড হিসেবে আনা হলেও, এ বছরের শুরুতে এর রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়। অল্পদিনেই এটি বাজারে যথেষ্ট সাড়া জাগিয়েছে। বর্তমানে তিন ধরনের ইঞ্জিনের বিকল্পে গাড়িটি বেছে নেওয়া যায় – ১.৫ লিটার D117 CRDe ডিজেল (১১৭ বিএইচপি/৩০০ এনএম), ২.২ লিটার mHawk 130 CRDe ডিজেল (১৩০ বিএইচপি/৩০০ এনএম) এবং ২.০ লিটার mStallion 150 TGDi পেট্রোল (১৫০ বিএইচপি/৩২০ এনএম)।

১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের সাথে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল/অটোমেটিক ট্রান্সমিশন। আর ২.২ লিটার ডিজেল ও ২.০ লিটার পেট্রোল মডেলটিও ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৩,৯৮৫ মিমি, ১,৮২০ মিমি, ১,৮৫৫ মিমি এবং ২,৪৫০ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২৬ মিমি। ভেরিয়েন্টের উপর নির্ভর করে গাড়িটিতে দেওয়া হয়েছে ১৬ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি হুইল। Mahindra Thar-এর বর্তমান বাজার মূল্য ১০,৫৪,৫০০ টাকা থেকে ১৬,৭৭,৫০১ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story