বছরের সবচেয়ে বড় অফার নিয়ে হাজির Mahindra, 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ে কিনুন Thar
মাহিন্দ্রা থারের ডিজেল ইঞ্জিন 2184 সিসির এবং 1497 সিসির এবং পেট্রোল ইঞ্জিন 1997 সিসির। এটি স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে উপলব্ধ।
Mahindra Thar Offers: ভারতের বাজারে মাহিন্দ্রা থারের আলাদা পরিচয় রয়েছে। এই এসইউভি কেনার জন্য মানুষের লাইন পড়ে যায়। আর এখন জনপ্রিয় এই গাড়িটি কেনার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে। কারণ ডিসেম্বরে Mahindra তাদের এই গাড়ির উপর 3 লক্ষ টাকারও বেশি ছাড় দিচ্ছে।
চলতি বছরে তৈরি স্টক খালি করার জন্য সংস্থাটি 3-ডোর থারের উপর বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। মাহিন্দ্রা থারের 3-ডোর মডেলের 2WD ভ্যারিয়েন্টে আলাদা আলাদা ডিসকাউন্ট পাওয়া যাবে। সবচেয়ে কম অর্থাৎ 56 হাজার টাকা ডিসকাউন্ট মিলবে Thar RWD 1.5 লিটার ডিজেল ভ্যারিয়েন্টে।
কোন ভ্যারিয়েন্টে কত ছাড় পাওয়া যাবে?
পেট্রোল ইঞ্জিন সহ রিয়ার-হুইল-ড্রাইভ ভ্যারিয়েন্টে 1,31,000 টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। আর সর্বোচ্চ ছাড় পাওয়া যাচ্ছে মাহিন্দ্রা থারের আর্থ এডিশনেও। LX Trip ভ্যারিয়েন্টে 3 লক্ষ টাকার বেশি ছাড় মিলবে।
উল্লেখ্য, মাহিন্দ্রা নতুন বছরে অর্থাৎ 2025 সালের শুরু থেকে তাদের সমস্ত গাড়ির দাম প্রায় 3 শতাংশ বাড়াতে চলছে। মাহিন্দ্রার মতে, খরচ বাড়ার কারণেই এই দাম বাড়ানো হচ্ছে। এছাড়া সংস্থাটি আগামী কয়েক মাসের মধ্যে XEV 7e, BE.07, BE.09 এবং XUV 400 আনার প্রস্তুতি নিচ্ছে।
মাহিন্দ্রা থারের ইঞ্জিন
মাহিন্দ্রা থারের ডিজেল ইঞ্জিন 2184 সিসির এবং 1497 সিসির এবং পেট্রোল ইঞ্জিন 1997 সিসির। এটি স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে উপলব্ধ। ভ্যারিয়েন্ট এবং ফুয়েল টাইপের উপর নির্ভর করে থারের মাইলেজ 15.2 কিমি প্রতি লিটার।
মাহিন্দ্রা থারের ডিজেল ইঞ্জিন 2184 সিসির এবং 1497 সিসির এবং পেট্রোল ইঞ্জিন 1997 সিসির। এটি স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে উপলব্ধ।