Mahindra Thar: বাজার কাঁপাচ্ছে মাহিন্দ্রা থার, আড়াই বছরে 1 লাখ বিক্রির নজির ছুঁল সংস্থা

এসইউভি বিক্রিতে নতুন মাইলস্টোন স্পর্শ করল মাহিন্দ্রা (Mahindra)। তাদের অন্যতম জনপ্রিয় অফ-রোডার মডেল Thar এদেশে এক লাখ বিক্রির মাইলস্টোন স্পর্শ করল। ২০২০-এর অক্টোবরে ভারতে লঞ্চ…

এসইউভি বিক্রিতে নতুন মাইলস্টোন স্পর্শ করল মাহিন্দ্রা (Mahindra)। তাদের অন্যতম জনপ্রিয় অফ-রোডার মডেল Thar এদেশে এক লাখ বিক্রির মাইলস্টোন স্পর্শ করল। ২০২০-এর অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল গাড়িটি। বলতে গেলে আড়াই বছরের একটু বেশি সময় নিয়ে নতুন নজির গড়ল খানা খন্দে সাবলীলতার সাথে ছুটে চলা Mahindra Thar। আবার শহরের রাস্তাতেও সমান কেরামতি দেখাতে সক্ষম এটি।

Mahindra Thar-এর বিক্রি এক লক্ষে পৌঁছালো

গাড়িটির একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, “লক্ষের মধ্যে একটি।” মাহিন্দ্রা থর গাড়িটি ফোর হুইল ড্রাইভ এবং রিয়ার হুইল ড্রাইভ কনফিগারেশনে বিক্রি করা হয়। এটি পেট্রোল এবং ডিজেল – উভয় পাওয়ারট্রেনের বিকল্পে উপলব্ধ।

Mahindra Thar: ইঞ্জিন স্পেসিফিকেশন ও দাম

Mahindra Thar গাড়িটি ২.০ লিটার পেট্রোল, ২.২ লিটার ডিজেল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন সহ কেনা যায়। ৬-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ইউনিট উভয় ট্রান্সমিশনে উপলব্ধ গাড়িটি। দেশের বাজারে এর দাম ১০.৫৫ লক্ষ টাকা থেকে ১৬.৭৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। থার-এর পেট্রোল ইঞ্জিন থেকে ১৫০ বিএইচপি শক্তি এবং ৩২০ এনএম টর্ক পাওয়া যায়।

অন্যদিকে, ২.২ লিটার ডিজেল ইঞ্জিন থেকে উৎপন্ন হয় ১৩০ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক। আবার ছোট ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের আউটপুট ১১৭ বিএইচপি এবং ৩০০ এনএম। দেশের বাজারে বিপুল চাহিদার কারণে টু হুইল ড্রাইভ ডিজেল ভ্যারিয়েন্টেড চাবি হাতে পেতে ক্রেতাদের ১৭ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে পেট্রোল ভ্যারিয়েন্টটি বুকিং করার কয়েক সপ্তাহের মধ্যেই ডেলিভারি পাওয়া যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন