Mahindra Reveal XEV 9e and BE 6e Electric SUV

টাটার উপর চাপ বাড়িয়ে ২৬ নভেম্বর দুই নতুন ইলেকট্রিক গাড়ি আনছে মাহিন্দ্রা

Mahindra Reveal XEV 9e and BE 6e Electric SUV on 26 November - আগামী ২৬শে নভেম্বর বিই ৬ই এবং এক্সইভি ৯ই নামে জোড়া ইলেকট্রিক গাড়ি উন্মোচন হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এটি অল-ইলেকট্রিক এসইউভি দুটি মাহিন্দ্রার নতুন 'বর্ন ইলেকট্রিক ভেহিকেল' প্ল্যাটফর্মের অধীনের আসবে।

Suman Patra 4 Nov 2024 3:37 PM IST

বৈদ্যুতিক গাড়ির বাজারে দাপট বাড়াতে দুই নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে মাহিন্দ্রা। আগামী ২৬শে নভেম্বর বিই ৬ই এবং এক্সইভি ৯ই নামে জোড়া ইলেকট্রিক গাড়ি উন্মোচন হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এটি অল-ইলেকট্রিক এসইউভি দুটি মাহিন্দ্রার নতুন 'বর্ন ইলেকট্রিক ভেহিকেল' প্ল্যাটফর্মের অধীনের আসবে। এগুলি কোম্পানির নয়া ইনগ্লো প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত হবে। উল্লেখ্য, মাহিন্দ্রার ৬ই এবং এক্সইভি ৯এ ২০২২ সালে উন্মোচিত এক্সইউভি.ই৯ ও বিই.০৫ কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে আসতে চলেছে।

মাহিন্দ্রা এক্সইভি ৯ই

কনসেপ্ট মডেলের মতোই, মাহিন্দ্রা এক্সইভি ৯ই তার স্টাইলিং এলিমেন্ট বজায় রাখবে বলে অনুমান করা হচ্ছে। এতে কুপের মতো রুফলাইন, বনেটের চারপাশে এলইডি ডিআরএল ও ত্রিভুজাকার হেডল্যাম্প থাকছে। গাড়ির পিছনে টেল ল্যাম্পটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রসারিত। আকার-আকৃতির কথা বললে, কনসেপ্ট ভার্সনটি লম্বার ৪৭৯০ মিমি, চওড়ায় ১৯০৫ মিমি, এবং ১৬০০ মিমি লম্বা ছিল। হুইলবেসের দৈর্ঘ্য ছিল ২২৭ মিমি। প্রোডাকশন মডেলেও এক ডাইমসেনশন থাকবে বলে আশা করা হচ্ছে।

মাহিন্দ্রা বিই ৬ই

মাহিন্দ্রা বিই ৬ই গত বছরের বিই.০৫ কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি। এতে আরও বেশি পারফরম্যান্স ক্রসওভারের মতো সিলুয়েট রয়েছে। ২০২২ সালে প্রথম উন্মোচনের সময় সংস্থা জানিয়েছিল যে এটি স্পোর্ট ইলেকট্রিক ভেহিকেল বা এসইভি হবে। টিজার ভিডিয়ো থেকে গাড়িটির বেশ কিছু আকর্ষণীয় স্টাইলিং এলিমেন্টের ধারণা পাওয়া গিয়েছে। যেমন হুডের উপর বড় ওপেনিং, যা এরোডায়নামিক দিক থেকে একে আরও এফিশিয়েন্ট করে তুলবে। ডাইমেনশনের কথা বললে, কনসেপ্ট মডেলটির দৈর্ঘ্য, প্রস্থ, ও উচ্চতা ছিল যথাক্রমে ৪৩৭০ মিমি, ১৯০০ মিমি, এবং ১৬৩৫ মিমি৷ হুইলবেস ছিল ২৭৭৫ মিমি।

টিজার ভিডিয়ো এই ইলেকট্রিক গাড়ির অন্দরমহলের ঝলক দেখিয়েছে। এতে একটি ফ্রি-স্ট্যান্ডিং প্যানোরামিক ডিসপ্লে থাকছে যা ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারকে একত্রিত করবে। গাড়িটিতে প্যানোরামিক সানরুফ ফিচার মিলবে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে গাড়ি দুটির আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Show Full Article
Next Story