Mahindra-র ধামাকা, XUV400 এর পর এবার ভারতে আনছে একঝাঁক দুর্ধর্ষ ইলেকট্রিক SUV
গত বছর ১৫ আগস্ট ব্রিটেনের অক্সফোর্ডশায়ারে একঝাঁক অত্যাধুনিক ইলেকট্রিক এসইউভি (SUV) গাড়ির উপর থেকে পর্দা সরিয়েছিল...গত বছর ১৫ আগস্ট ব্রিটেনের অক্সফোর্ডশায়ারে একঝাঁক অত্যাধুনিক ইলেকট্রিক এসইউভি (SUV) গাড়ির উপর থেকে পর্দা সরিয়েছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। এবারে ভারতেও গাড়িগুলি প্রদর্শন করতে চলেছে দেশীয় সংস্থাটি। মাহিন্দ্রা ইভি ফ্যাশন ফেস্টিভেল উপলক্ষে উপলক্ষ্যে আগামী ১০ই ফেব্রুয়ারি নতুন প্রজন্মের বৈদ্যুতিক এসইউভিগুলি এদেশে উন্মোচিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। বস্তুত, এই প্রথম মাহিন্দ্রার Born Electric প্ল্যাটফর্মের কোনও ইভি মডেল ভারতের বাজারে আসবে।
সংস্থাটি গত বছর পাঁচটি ফিউচিরিস্টিক ইলেকট্রিক এসইউভি-র উপর থেকে পর্দা সরিয়েছে। যেগুলি তাদের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড BE ও XUV এর আওতায় আনা হয়েছে। যাদের নামকরণ করা হয়েছে যথাক্রমে XUV.e8, XUV.e9, BE.05, BE.07 এবং BE.09। এসইউভি মডেলগুলি INGLO EV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। সেগুলির মধ্যে প্রথম চারটি মডেল ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে বাজারে আসবে। লঞ্চের পর্ব শুরু হবে ভারতের বাজার থেকেই।
মাহিন্দ্রা আরও জানিয়েছে, যে মহারাষ্ট্র সরকারের ইলেকট্রিক ভেহিকেলের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন স্কিম-এর আওতায় ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। মহারাষ্ট্রের পুণেতে তারা একটি নতুন কারখানা গড়ে তুলবে। যেখানে আসন্ন বর্ন ইলেকট্রিক বা বিই (BE) মডেলগুলি নির্মিত হবে। ২০২৭-এর মধ্যে মাহিন্দ্রা নিজের পোর্টফোলিও-র এক তৃতীয়াংশ ইলেকট্রিক ভেহিকেল দ্বারা সাজিয়ে তুলবে।
প্রসঙ্গত, INGLO EV হল এসইউভি নির্মাণের অল-ইলেকট্রিক প্ল্যাটফর্ম। অর্থাৎ এটি একটি ইলেকট্রিক স্কেটবোর্ড প্ল্যাটফর্ম, যার চার কোনায় চারটি চাকা অবস্থিত এবং এর ফ্লোরবোর্ডটি হল ব্যাটারি প্যাক। বর্তমানে মাহিন্দ্রার কেবলমাত্র একটাই লেকট্রিক এসইউভি হিসাবে XUV400 বাজারে উপলব্ধ।
Mahindra XUV400 গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – EC এবং EL। ৩৪.৫ কিলোওয়াট আওয়ার ও ৩৯.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যাকযুক্ত মডেল দুটি থেকে যথাক্রমে ৩৭৫ কিলোমিটার এবং ৪৫৬ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। গাড়িটির আউটপুট ১৪৮ বিএইচপি এবং ৩১০ এনএম।