Mahindra: মাত্র 6 দিনে 10000 বিক্রি, গাড়ি বাজারে নতুন সুপারস্টার মাহিন্দ্রার এই SUV

নতুন সংস্করণে লঞ্চের পর প্রথম মাসেই নিজের জাত চেনাল মাহিন্দ্রা’র (Mahindra) এই এসইউভি (SUV) গাড়ি। এক মাসে বিক্রি হয়েছে মোট ১০,০০০ ইউনিট। কোন গাড়ি শুনবেন?…

Mahindra-Xuv-3Xo-Clocks-10000-Sales-In-First-Month

নতুন সংস্করণে লঞ্চের পর প্রথম মাসেই নিজের জাত চেনাল মাহিন্দ্রা’র (Mahindra) এই এসইউভি (SUV) গাড়ি। এক মাসে বিক্রি হয়েছে মোট ১০,০০০ ইউনিট। কোন গাড়ি শুনবেন? এটি হচ্ছে Mahindra XUV 3XO। গত ২৬ মে গাড়িটি ক্রেতাদের কাছে পৌঁছনো শুরু করেছিল কোম্পানি। এক সপ্তাহের মধ্যেই ১০,০০০টি মডেল ডেলিভারি দিয়ে ফেলেছে তারা। ফলে প্রথম মাসে বিক্রির নিরিখে প্রতিদ্বন্দ্বী Hyundai Venue ও Kia Sonet-কে পেছনে ফেলেছে।

Mahindra XUV 3XO-র বিক্রি 6 দিনেই 10,000 ইউনিট পার করল

অবগতির জন্য জানিয়ে রাখি, Mahindra XUV 3XO হচ্ছে Mahindra XUV300-এর ফেসলিফ্ট ভার্সন। আসলে গাড়িটিতে আপডেট দেওয়ার কারণ মাহিন্দ্রা চাইছে বর্তমানে সাব-কম্প্যাক্ট সেগমেন্টে নেতৃত্ব প্রদানকারী Maruti Suzuki Brezza ও Tata Nexon-এর জনপ্রিয়তায় ভাগ বসাতে।

ডেলিভারি শুরু হওয়ার প্রথম তিন দিনে আড়াই হাজারের বেশি ক্রেতার হাতে XUV 3XO-এর চাবি তুলে দিতে পেরেছে মাহিন্দ্রা। পরবর্তী তিনদিনে ডেলিভারির সংখ্যা বেড়ে চারগুণ হয়ে যায়। যে কারণে এটি এক সপ্তাহের মধ্যেই ১০,০০০ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শের ক্ষেত্রে অন্যতম দ্রততম SUV হিসেবে সংবাদের শিরোনামে এসেছে। গত এপ্রিলে Mahindra XUV 3XO ৭.৪৯ লাখ টাকা এক্স-শোরুম মূল্যে লঞ্চ হয়েছিল। বর্তমানে কেবল ১০ লাখ থেকে ১৩.৫০ লাখ টাকা দামের ভ্যারিয়েন্টগুলির ডেলিভারি দেওয়া হচ্ছে।

Mahindra XUV 3XO ফিচার্স

Mahindra XUV 3XO বিভিন্ন প্রযুক্তি ও আরামদায়ক ফিচার্স দ্বারা সজ্জিত হয়ে এসেছে। যে কারণে প্রতিপক্ষদের তুলনায় কয়েক কদম এগিয়ে গিয়েছে এটি। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত প্যানোরামিক সানরুফ, ADAS টেকনোলজি, ১৭-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল। ফিচার্সগুলি প্রথমবার এই সেগমেন্টের কোনও এসইউভি মডেলে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে AdrenoX অপারেটিং সিস্টেম সহ ১০.২ ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ, ওয়্যারলেস চার্জার, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন