Mahindra XUV 3XO: মাইলেজ-ফিচার্স কাঁপিয়ে দেবে, সেরা গাড়ি আনছে মাহিন্দ্রা
ভারতের এসইউভি গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় মডেল Mahindra XUV300। আজই যার নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে সংস্থা। Mahindra...ভারতের এসইউভি গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় মডেল Mahindra XUV300। আজই যার নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে সংস্থা। Mahindra XUV 3XO – এই নতুন নামে আসছে এই গাড়ি। নানা কারণে বিগত ক'সপ্তাহ ধরেই এটি চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে। লঞ্চের আগে এবার মডেলটির ফিচার্সের পাশাপাশি মাইলেজ প্রকাশ করল মাহিন্দ্রা (Mahindra)।
Mahindra XUV 3XO-এর ফিচার্স ও মাইলেজ
কোম্পানি জানিয়েছে XUV300-এর ফেসলিফ্ট ভার্সনে নতুন ডিজাইন, ইন্টেরিয়র, উন্নততর ডায়নামিক্স, অতিরিক্ত ফিচার্স ও আরও কিছু আপডেট দেওয়া হয়েছে। সম্প্রতি নতুন টিজার প্রকাশ করে XUV 3XO-এর কার্যকারিতা, ভেতরকার কিছু বৈশিষ্ট্য এবং পারফরম্যান্স সম্পর্কিত তথ্য উন্মোচন করেছে মাহিন্দ্রা। ফিচার্সের তালিকায় থাকছে XUV 400 EV-র সমান ড্যাশবোর্ড, ফ্রি-স্ট্যান্ডিং ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, নয়া ডিজাইনের স্টিয়ারিং হুইল। টিজারে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দেখা মিলেছে, যা XUV 400 EV-র সাথে অনুরূপ।
উপরেোক্ত বৈশিষ্ট্যের পাশাপাশি XUV 3XO-এর মাইলেজ এবং পারফরম্যান্স জানিয়েছে সংস্থা। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে দেখা যাচ্ছে, এটি এক লিটার জ্বালানিতে ২০.১ কিলোমিটার পথ ছুটবে। আবার এটি ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ৪.৫ সেকেন্ডে তুলতে সক্ষম। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে সেগমেন্ট ফার্স্ট প্যানোরামিক সানরুফ, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়ারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, AdrenoX-কানেক্টেড কার টেক, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস ফোন চার্জার, ওয়াইপার যুক্ত অটোমেটিক হেডল্যাম্প ইত্যাদি।
সুরক্ষার প্রসঙ্গে বললে, Mahindra XUV 3XO-এ থাকতে পারে ছ'টি এয়ার ব্যাগ, অল-ফোর ডিস্ক ব্রেক, ISOFIX মাউন্ট, ট্রাকশন কন্ট্রোল, ইএসপি, টিপিএমএস, ফ্রন্ট ও রিয়ার সেন্সর, ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা ইত্যাদি। এটি আগের মতই ১.৫ লিটার টার্বো ডিজেল, ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে অফার করা হবে। ৬-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক অপশনে বেছে নেওয়া যাবে এই গাড়ি।