নজির গড়ল Mahindra, মাত্র 60 মিনিটেই 50,000 বুকিং পেল সংস্থার নয়া গাড়ি XUV 3XO

সদ্য ভারতের বাজারে নতুন প্রজন্মের Mahindra XUV 3XO লঞ্চ হয়েছে। হাজির হওয়ার পর থেকেই ফেল দেখাতে শুরু করেছে এই...
SUMAN 16 May 2024 1:20 PM IST

সদ্য ভারতের বাজারে নতুন প্রজন্মের Mahindra XUV 3XO লঞ্চ হয়েছে। হাজির হওয়ার পর থেকেই ফেল দেখাতে শুরু করেছে এই কম্প্যাক্ট এসইউভি। গতকাল মাহিন্দ্রা (Mahindra) তাদের এই গাড়ির বুকিং গ্রহণ শুরু করে। তাজ্জব করার বিষয় হচ্ছে, মাত্র ৬০ মিনিটের মধ্যে ৫০,০০০ বুকিং পেয়েছে Mahindra XUV 3XO। এমনকি কোম্পানির দাবি, বুকিং শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে ২৭,০০০ অর্ডার জমা পড়ে। উল্লেখ্য, ২১,০০০ টাকার বিনিময়ে করা যাচ্ছে বুকিং।

1 ঘন্টায় 50,000 বুকিং পেল Mahindra XUV 3XO

মাহিন্দ্রা জানিয়েছে, তাদের এই নতুন কম্প্যাক্ট এসইউভি-র দশ হাজারের বেশি ইউনিট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। আগামী ২৬ মে থেকে তাই Mahindra XUV 3XO-এর ডেলিভারি চালু হচ্ছে। বর্তমানে প্রতি মাসে গাড়িটির ৯,০০০০ ইউনিট প্রোডাকশনের সক্ষমতা রয়েছে কোম্পানির। XUV 3XO-এর দাম ৭.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটি ৯টি ভ্যারিয়েন্টে উপলব্ধ – MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5 L, AX7 ও AX7 L।

Mahindra XUV 3XO হচ্ছে XUV300-এর ফেসলিফ্ট ভার্সন। বহিরঙ্গের ডিজাইনে নতুনত্ব হিসেবে রয়েছে নয়া C-আকৃতির ডিআরএল, রিয়ার C-আকৃতির এলইডি টেল লাইট, যা চওড়া এলইডি লাইট বার দ্বারা সংযুক্ত। এছাড়া আছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। মোনোটোন এবং ডুয়েলটোন কালার অপশনে অফার করা হয়েছে এই কম্প্যাক্ট এসইউভি।

Mahindra XUV 3XO-এ বিশেষ ফিচার্স হিসেবে রয়েছে ১০.২৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন, প্যানোরামিক সানরুফ, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, দ্বিতীয় পর্যায়ের ADAS (তবে এটি কেবলমাত্র উচ্চ ভ্যারিয়েন্টগুলিতে উপলব্ধ), স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল, রিমোট কিলেস এন্ট্রি, ইউএসবি চার্জিং পোর্ট, ক্রুজ কন্ট্রোল এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা। সুরক্ষাজনিত ফিচার্সের মধ্যে প্রতিটি ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ISOFIX মাউন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক।

Mahindra XUV 3XO-তে একাধিক পাওয়ারট্রেন এবং গিয়ারবক্স অপশন উপলব্ধ। এন্ট্রি এবং মিড লেভেল ভ্যারিয়েন্টে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের আউটপুট ১০৯ বিএইচপি। এটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড টর্ক কনভার্টারে উপলব্ধ। আবার ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থেকে পাওয়া যাবে ১১৫ বিএইচপি পাওয়ার। এটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড এএমটি ট্রান্সমিশন অপশনে কেনা যাচ্ছে। 3XO-এর সবচেয়ে শক্তিশালী ভ্যারিয়েন্টে রয়েছে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা থেকে উৎপন্ন হবে ১২৯ বিএইচপি শক্তি। এটিও ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সমেত বেছে নেওয়া যাবে।

Show Full Article
Next Story