শুধু লুকস-স্টাইল নয়, এই 5 ফিচার্সে মারুতি, টাটাদের থেকে এগিয়ে Mahindra XUV 3XO

বর্তমানে ভারতের সাব কম্প্যাক্ট এসইউভি গাড়ির জগতে দুটি মডেল নেতৃত্ব দিচ্ছে, Tata Nexon ও Maruti Suzuki Brezza। বাজার...
SUMAN 24 May 2024 11:45 AM IST

বর্তমানে ভারতের সাব কম্প্যাক্ট এসইউভি গাড়ির জগতে দুটি মডেল নেতৃত্ব দিচ্ছে, Tata Nexon ও Maruti Suzuki Brezza। বাজার দখলের লড়াইয়ে এক চুল জমি ছাড়তে নারাজ মাহিন্দ্রা (Mahindra)। তাই সম্প্রতি XUV300-এর ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে। যার নাম Mahindra XUV 3XO। লঞ্চের চার ঘন্টার মধ্যে ৫০,০০০-এর বেশি বুকিং পেয়ে তাক লাগিয়েছে এই গাড়ি। বেশ কিছু মনোমুগ্ধকর ফিচার্স সমেত এটি লঞ্চ হয়েছে। যার মাধ্যমে Kia Sonet, Hyundai Venue-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গাড়িটি। চলুন Mahindra XUV 3XO-এর পাঁচটি বিশেষ ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক, যা একে মারুতি, টাটা, ও কিয়ার থেকে আলাদা করেছে।

Mahindra XUV 3XO: প্যানোরামিক সানরুফ

ভারতের বাজারে বিক্রিত সিংহভাগ সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়িতে ইলেকট্রিক সানরুফ অফার করা হয়। দেশীয় ক্রেতাদের মধ্যে এই ফিচার্সের চাহিদা সবচেয়ে বেশি। Mahindra XUV 3XO ক্রেতাদের সেই চাহিদা পূরণ নতুন মাত্রায় নিয়ে গেছে। এই গাড়িতে ফুল সাইজ সানরুফ অফার করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে ‘স্কাইরুফ’। প্রতিদ্বন্দ্বী মডেলগুলির তুলনায় এই গাড়ির কেবিনে আরও বেশি বাতাস ও আলো প্রবেশ করবে।

Mahindra XUV 3XO: ADAS টেকনোলজি

XUV 3XO-তে আধুনিক প্রযুক্তি প্রদানের ক্ষেত্রে এতটুকু কার্পণ্য দেখায়নি মাহিন্দ্রা। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম সহ হাজির হয়েছে এই গাড়ি। সেগমেন্টের প্রথম মডেল হিসেবে দ্বিতীয় পর্যায়ের অ‍্যাডাস পেয়েছে এটি। এই সুরক্ষা জনিত বৈশিষ্ট্যের আওতায় রয়েছে লেন কিপ অ্যাসিস্ট, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটো এমার্জেন্সি ব্রেকিং, অটো হোল্ড ফাংশন সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ৬টি এয়ারব্যাগ এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা।

Mahindra XUV 3XO: ইঞ্জিনের একগুচ্ছ বিকল্প

তিন ধরনের ইঞ্জিনের বিকল্পে Mahindra XUV 3XO বেছে নেওয়া যাবে। একটি ১.২ লিটার ৩ সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন, একটি একই ইঞ্জিনের টার্বো চার্জড ভার্সন এবং একটি ১.৫ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। এই গাড়ির কোন প্রতিপক্ষ মডেলে এত ধরনের ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ নেই। মোটরের সাথে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্স।

Mahindra XUV 3XO: বৃহত্তম অ্যালয় হুইল

Mahindra XUV 3XO-তে উপস্থিত সেগমেন্টের মধ্যে বৃহত্তম অ্যালয় হুইল। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে রাস্তায় দাপট দেখাবে এই গাড়ি। এর অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের রয়েছে ১৬ ইঞ্চি বা তারও ছোট অ্যালয় হুইল।

Mahindra XUV 3XO: ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল

Mahindra XUV 3XO-তে দেওয়া হয়েছে আরও বিভিন্ন চমকপ্রদ ফিচার্স। যার মধ্যে একটি ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল। এই বৈশিষ্ট্যের ফলে চাঁদি ফাটা রোদেও গাড়িতে ঘন্টার পর ঘন্টা আরামের সাথে ঘুরে বেড়ানো যাবে। মাহিন্দ্রার মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করা যায়।

Show Full Article
Next Story