দিনে প্রায় 1000 বুকিং, Tata Nexon EV-কে চাপে ফেলে জনপ্রিয়তার শিখরে Mahindra XUV400

ভারতবর্ষের ইলেকট্রিক গাড়ির বাজার দখল করতে ইতিমধ্যেই মাহিন্দ্রার সৌজন্যে লঞ্চ হয়েছে তাদের প্রথম ব্যাটারি চালিত এসইউভি...
techgup 11 Feb 2023 8:18 PM IST

ভারতবর্ষের ইলেকট্রিক গাড়ির বাজার দখল করতে ইতিমধ্যেই মাহিন্দ্রার সৌজন্যে লঞ্চ হয়েছে তাদের প্রথম ব্যাটারি চালিত এসইউভি মডেল- XUV400। গাড়িটি নিয়ে ভারতবাসীর মধ্যে বিপুল উন্মাদনার আরেক নজির প্রকাশ পেল সম্প্রতি প্রকাশিত এক তথ্যে। লঞ্চ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত XUV400 এর নামে ১৫,০০০ এর বেশি বুকিং জমা পড়েছে, যা সত্যিই অবাক করার মত। ভারতে মাহিন্দ্রার আপকামিং বর্ন ইলেকট্রিক এবং XUV সিরিজের নতুন বৈদ্যুতিক গাড়ির সম্পর্কে ঘোষণা করতে গিয়ে এই কথা জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, অনীশ শাহ।

২৬শে জানুয়ারি থেকে মাহিন্দ্রা তাদের এই প্রথম ইলেকট্রিক গাড়ির বুকিং চালু করেন। মাত্র চার দিনের মধ্যেই এই গাড়ির বুকিং ১০,০০০ এর গণ্ডি পেরতে সক্ষম হয়। পরবর্তী ৫,০০০ এর ধাপ পেরতে সময় লাগে মাত্র ২ সপ্তাহ। এই বিপুল জনসমর্থনের অন্যতম কারণ XUV400 এর আকর্ষণীয় দাম। বর্তমানে এর এক্স শোরুম মূল্যের রেঞ্জ ১৬.৯৯ লাখ টাকা থেকে শুরু করে ১৮.৯৯ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। যদিও এই মূল্য কেবলমাত্র প্রথম ৫,০০০ গ্রাহকের জন্যই সীমাবদ্ধ। তবে নতুন মূল্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।

XUV400 মডেলে রয়েছে দুটি আলাদা ভ্যারিয়েন্ট- EC এবং EL। প্রথমটিতে শক্তি ভান্ডার হিসাবে ব্যবহৃত হয়েছে ৩৪.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এটি একবার সম্পূর্ণ চার্জে ৩৭৫ কিমি রাস্তা চলতে পারে। আর EL সংস্করণে রয়েছে খানিকটা বড় ৩৯.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যা দিয়ে প্রতি চার্জে প্রায় ৪৫৬ কিমি চলা সম্ভব। EC ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ৩.৩ কিলোওয়াট কিংবা ৭.২ কিলোওয়াটের এসি চার্জার রয়েছে। তবে EL এর গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড হিসাবেই ৭.২ কিলোওয়াটের এসি চার্জার উপলব্ধ।

গাড়িটির সামনের অ্যাক্সেলে অবস্থিত বৈদ্যুতিক মোটরটি সর্বোচ্চ ১৪৮ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক উৎপাদন করতে পারে। মাত্র ৮. ৩ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগ তোলার ক্ষমতা রয়েছে মাহিন্দ্রা XUV400 এর। এর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে AdrenoX UX যুক্ত ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফটেনমেন্ট সিস্টেম, কানেকটেড কার টেকনোলজি, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সংযুক্তিকরন। এর পাশাপাশি এই গাড়িতে ১৬ ইঞ্চির অ্যালয় হুইল, প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, MID ইউনিট, ৬টি এয়ার ব্যাগ, চারটি চাকায় থাকা ডিস্ক ব্রেক, EBD সহ ABS এবং আরো অনেক কিছু।

Show Full Article
Next Story