Tata-কে মাত দিতে Mahindra আনছে XUV400 Electric SUV, লঞ্চের তারিখ জানা গেল অবশেষে

Mahindra কাল ব্রিটেনে একসাথে দুর্দান্ত স্টাইলের পাঁচটি ইলেকট্রিক এসইউভি গাড়ির উপর থেকে পর্দা সরিয়েছে। XUV ও BE নামে...
techgup 16 Aug 2022 7:00 PM IST

Mahindra কাল ব্রিটেনে একসাথে দুর্দান্ত স্টাইলের পাঁচটি ইলেকট্রিক এসইউভি গাড়ির উপর থেকে পর্দা সরিয়েছে। XUV ও BE নামে দু'টি নয়া সাব ব্র্যান্ডেরও ঘোষণা করেছে তারা। প্রথম মডেলটি ২০২৪ সালে বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে সংস্থার তরফে। সেটা অনেক দেরি হলেও ভারতীয় ক্রেতাদের জন্য রয়েছে সুখবর। সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বর অর্থাৎ সামনের মাসে ভারতে লঞ্চ হতে চলেছে মাহিন্দ্রার প্রথম এসইউভি।

সূত্রের খবর, আগামী ৮/৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে লঞ্চ হবে ব্র্যান্ড-নিউ Mahindra XUV400 Electric SUV। যাকে ইতিমধ্যেই ভারতের রাস্তায় ক্যামোফ্লাজ অবস্থায় দেখা গিয়েছে। এটি আসলে ২০২০ সালে দিল্লিতে অটো এক্সপো ইভেন্টে প্রদর্শিত Mahindra eXUV300-এর প্রোডাকশন ভার্সন। আপকামিং বৈদ্যুতিক এসইউভি গাড়িটির স্পেসিফিকেশন এখনও স্পষ্ট নয়। তবে এটি লম্বায় ৪.২ মিটার হবে বলে জানা গিয়েছে‌। দৈর্ঘ্য ও হুইলবেস বেশি হওয়ার ফলে প্রতিপক্ষদের তুলনায় আরও বেশি স্পেস থাকবে এতে। উল্লেখ্য, দেশের বেস্ট সেলিং বৈদ্যুতিক গাড়ি Nexon EV দৈর্ঘ্যে ৩.৯ মিটার।

পাওয়ারট্রেনের কথা বললে, Mahindra XUV400 দু'টি ব্যাটারি অপশনে আসার সম্ভাবনা। সুপারিয়র রেঞ্জের জন্য নিশ্চিতভাবে হাই-ডেনসিটি এনএমসি সেল ব্যবহার হবে এতে। পুরোপুরি চার্জে ৩৫০-৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে বলে ধরে নেওয়া যায়। তুলনাস্বরূপ, মূল প্রতিপক্ষ Nexon EV ও Nexon EV Max এর রেঞ্জ যথাক্রমে ৩১২ কিমি ও ৪৩৭ কিমি (বাস্তবিক নয়, সার্টিফায়েড)।

Mahindra XUV400 ইলেকট্রিক এসইউভিতে সিঙ্গেল মোটর থাকতে পারে। যার ক্ষমতা ১৫০ বিএইচপি হবে বলে মনে করা হচ্ছে। মাহিন্দ্রার গাড়ি মানেই হাই-টেক ফিচারে ছড়াছড়ি। সুতরাং, এই মডেলটির ক্ষেত্রেও তার ব্যতীক্রম হবে না দাম আন্দাজ করা খুব মুশকিল৷ তবে ধরে নেওয়া যায় যে এটি ১৫ থেকে ২০ লক্ষ টাকা রেঞ্জের মধ্যে আসবে। এবং Tata Nexon EV, MG ZS EV এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

Show Full Article
Next Story