সাধারণ গাড়ির দর নিলামে 1 কোটি ছাড়াল, কী এমন বিশেষত্ব Mahindra XUV400 এক্সক্লুসিভ এডিশনের

জানুয়ারির শুরুতেই ভারতের বাজারে প্রথমবারের জন্য তাদের ব্যাটারি চালিত এসইউভি মডেল XUV400 লঞ্চ করেছে মাহিন্দ্রা। শুরুতেই...
techgup 13 Feb 2023 7:34 PM IST

জানুয়ারির শুরুতেই ভারতের বাজারে প্রথমবারের জন্য তাদের ব্যাটারি চালিত এসইউভি মডেল XUV400 লঞ্চ করেছে মাহিন্দ্রা। শুরুতেই এর এক্স শোরুম মূল্য শুরু হয়েছে ১৫.৯৯ লাখ টাকা। সমাজসেবার লক্ষ্যে অর্থ সংগ্রহের জন্য গাড়িটির Exclusive Edition মডেলটি নিলামে তুলেছিল এই ভারতীয় গাড়ি নির্মাতা। ২৬শে জানুয়ারি থেকে শুরু করে ৩১শে জানুয়ারি পর্যন্ত চলবে নিলাম প্রক্রিয়া। সম্প্রতি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা টুইটের মাধ্যমে ঘোষণা করেন যে XUV400 এর এক্সক্লুসিভ এডিশনের দর এক কোটি টাকা পেরিয়ে গিয়েছে।

বিশেষ মডেলটির ডিজাইন সম্পাদন করেছেন সংস্থার মুখ্য ডিজাইন অফিসার প্রতাপ বসু, সাথে সহযোগিতা করেছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রিমঝিম দাদু। XUV400 এর এক্সক্লুসিভ এডিশন মডেলটি নিলামে সর্বোচ্চ দাম দিতে রাজি হওয়া ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। তিনি হায়দ্রাবাদে আয়োজিত ফর্মুলা ই-চ্যাম্পিয়নশিপে যাওয়ার বিশেষ পাসও পেতে চলেছেন।

মাহিন্দ্রার চিফ ডিজাইন অফিসার প্রতাপ বসু এই বিষয়ে জানান, "আমরা রিমঝিম দাদুর অসাধারণ ডিজাইনের কাজ দেখে মুগ্ধ হয়ে তার সাথে যোগাযোগ স্থাপন করেছিলাম। সম্পূর্ণ পরিকল্পনাটি যথেষ্ট ভবিষ্যৎপন্থী এবং অসাধারণ। এটি আদতে প্রযুক্তিবিদ্যা এবং শিল্পীসত্তার মিশ্রণ, যা মাহিন্দ্রার চলার পাথেয়।" উল্লেখ্য, আনন্দ মাহিন্দ্রা স্বয়ং নিলামের বিজেতার হাতে গাড়ির চাবি তুলে দেবেন বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নিলাম থেকে প্রাপ্ত অর্থ এখানকার সর্বোচ্চ বিজয়ীর ইচ্ছামতো কোনো এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।" এদিকে সংস্থার প্রথম ইলেকট্রিক এসইউভি XUV400 এর বুকিং ইতিমধ্যেই ১৫ হাজারের গণ্ডি পেরিয়েছে। এটি দুটি আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ- EC এবং EL। রেঞ্জ যথাক্রমে ৩৭৫ কিমি ও ৪৫৬ কিমি।

Show Full Article
Next Story