দেখলে শুধু তাকিয়ে থাকতে হবে, XUV400 এর Formula Edition আনল Mahindra
ডিজাইনে নতুন চমক সহ ইলেকট্রিক এসইউভি XUV400 Formula Edition-এর উপর থেকে পর্দা সরালো মাহিন্দ্রা (Mahindra)। ভারতে...ডিজাইনে নতুন চমক সহ ইলেকট্রিক এসইউভি XUV400 Formula Edition-এর উপর থেকে পর্দা সরালো মাহিন্দ্রা (Mahindra)। ভারতে অনুষ্ঠিত বৈদ্যুতিক গাড়ির রেসির প্রতিযোগিতা ‘ফর্মুলা ই রেস’ এর স্পিরিট থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। গাড়িটির নকশা আকর্ষণীয় করে তুলতে ‘মাহিন্দ্রা ফর্মুলা ই’ এবং ব্রিটেনের ‘মাহিন্দ্রা অ্যাডভান্সড ডিজাইন ইউরোপ’ বা মেড দলের বিশেষজ্ঞরা সম্মিলিত ভাবে কাজ করেছেন।
ইলেকট্রিক এসইউভি-টির ফর্মুলা এডিশনে হাইলাইট হিসেবে রয়েছে হুড এবং দুই পাশে ‘মাহিন্দ্রা’ ব্র্যান্ডিং। গাড়িটি কপার এবং রেড কালার দ্বারা ফিনিশিং দেওয়া হয়েছে। অধিকন্তু অ্যালায় হইল কপার হাইলাইট দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। আবার সি-পিলারে দেওয়া হয়েছে রেসিং টিমের নাম – “মাহিন্দ্রা রেসিং”।
মাহিন্দ্রা তাদের এক্সইউভি৪০০ দুই ধরনের ব্যাটারি বিকল্পে হাজির করেছে। একটি হল ৩৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, এবং অপরটি ৩৯.৪ কিলোওয়াট আওয়ার ইউনিট। সিঙ্গেল চার্জে মডেল দুটি থেকে যথাক্রমে ৩৭৫ কিলোমিটার এবং ৪৫৬ কিলোমিটার রেঞ্জ মিলবে। গাড়ির সামনের চাকায় শক্তি সঞ্চার করে একটি ইলেকট্রিক মোটর। যার আউটপুট ১৫০ পিএস এবং ৩১০ এনএম টর্ক।
ইলেকট্রিক ভেহিকেলটির ব্যাটারি একটি ৭.২ কিলোওয়াট এসি ওয়ালবক্স চার্জার দ্বারা ৬.৩০ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। অন্যদিকে একটি ৩.৩ কিলোওয়াট চার্জার দ্বারা চার্জ হতে সময় নেবে ১৩ ঘন্টা। ০-১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ ৮.৩ সেকেন্ডে তুলতে সক্ষম Mahindra XUV400। একটি ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারে এক ঘন্টায় ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।