ভারতের বাজার কাঁপিয়ে Mahindra-র জনপ্রিয় SUV আর 10 দিন পরেই অস্ট্রেলিয়ায় লঞ্চ হচ্ছে
আগামী ১৫ই জুন রিকি পন্টিং, শেন ওয়ার্ন এর দেশে পা রাখতে চলেছে Mahindra-র জনপ্রিয় এসইউভি XUV700। ভারতে ফাইভ ও সেভেন সিটার...আগামী ১৫ই জুন রিকি পন্টিং, শেন ওয়ার্ন এর দেশে পা রাখতে চলেছে Mahindra-র জনপ্রিয় এসইউভি XUV700। ভারতে ফাইভ ও সেভেন সিটার ভ্যারিয়েন্টে উপলব্ধ হলেও, অস্ট্রেলিয়ায় কেবল সাত আসনের বিকল্পে লঞ্চ হবে Mahindra XUV700। সংস্থা সূত্রে জানানো হয়েছে সেখানে AX7 এবং AX7L ট্রিম উপলব্ধ হবে। লঞ্চ হওয়ার পরে অস্ট্রেলিয়ার রাস্তায় দাপিয়ে বেড়ানো Mitsubishi Outlander, Honda CR-V এবং Nissan X-Trail এর অন্যতম প্রধান প্রতিপক্ষ হবে গাড়িটি।
Mahidra XUV700 অস্ট্রেলিয়ায় লঞ্চ হবে 15 জুন
মাহিন্দ্রা এক্সইউভি৭০০ এসইউভির প্রতিটি ভ্যারিয়েন্টে সমস্ত শক্তি সরবরাহ করবে চার সিলিন্ডার যুক্ত ২.০ লিটারের টার্বো চার্জড পেট্রল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৫৯ কিলোওয়াট শক্তি এবং সর্বাধিক ৩৮০ এনএম টর্ক উৎপাদিত হয়। এতে সিক্স স্পিড অটোমেটিক গিয়ারবক্স ব্যবহার হয়েছে, যার সরবরাহকারী Aisin। অস্ট্রেলিয়ার লঞ্চ হতে চলা দুটি ভ্যারিয়েন্টেই ফোর হুইল ড্রাইভ প্রযুক্তি দেওয়া হয়েছে।
এযাবৎকাল পর্যন্ত এক্সইউভি৫০০ অস্ট্রেলিয়ায় বিক্রি করা হতো। তার পরিবর্তেই এক্সইউভি৭০০ সে দেশে লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। যদিও অস্ট্রেলিয়ায় গাড়িতির দাম কেমন হবে, সে সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। জানিয়ে রাখি, সে দেশে মাহিন্দ্রার তরফে Scorpio এবং S11 (4×4 পিক-আপ) গাড়ি দুটিও অনেকদিন থেকেই উপলব্ধ।
প্রসঙ্গত, ২০২১ এর আগস্টে প্রথম লঞ্চ হয় Mahindra XUV700। তার ঠিক দু-বছরের মাথায় অস্ট্রেলিয়ায় পা ফেলতে চলেছে গাড়িটা। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) সহ গুচ্ছের অত্যাধুনিক ফিচার থাকছে এই গাড়িতে। যার মধ্যে অটোনোমাস ইমারজেন্সি ব্রেকিং (AEB), ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, স্মার্ট পাইলট অ্যাসিস্ট, ট্রাফিক সাইন রিকগনিশন এবং অটো হাইবিম অর্ন্তভুক্ত।
দেশে এসইউভির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই XUV700 এর জনপ্রিয়তাও বেড়েছে পাল্লা দিয়ে। সেই কারণেই লঞ্চের প্রথম দিন থেকেই ওয়েটিং পিরিয়ড অনেকটাই বেশি। দুই বছরের কম সময়েই দেশে এক লক্ষের বেশি এই গাড়ি বিক্রি হয়েছে। ভারতের বাজারে mStallion পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি mHawk ডিজেল ইঞ্জিনও উপলব্ধ রয়েছে এতে।
মাহিন্দ্রার দাবি অনুযায়ী, মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ স্থিতাবস্থা থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা গতিবেগ অর্জন করার ক্ষমতা রয়েছে এক্সইউভি৭০০। পাশাপাশি এতে কাস্টম মোড ছাড়াও জিপ, জেপ এবং জুম - এই তিন ধরনের রাইডিং মোড রয়েছে গ্রাহকদের সুবিধার্থে।