Mahindra XUV700: মাহিন্দ্রার গাড়ি কেনার প্ল্যান করলে দারুণ খবর, ওয়েটিং পিরিয়ড হু হু করে নামছে

উৎসবের মাসে XUV700-র ওয়েটিং পিরিয়ড কমাতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল মাহিন্দ্রা (Mahindra)। যতটা সম্ভব উৎপাদনের পরিমাণ...
SUMAN 18 Oct 2023 2:34 PM IST

উৎসবের মাসে XUV700-র ওয়েটিং পিরিয়ড কমাতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল মাহিন্দ্রা (Mahindra)। যতটা সম্ভব উৎপাদনের পরিমাণ বাড়ানো হয়েছে। বিশেষ করে বেস মডেল MX ও AX3-এর । বর্তমানে ভ্যারিয়েন্ট দুটি বুক করার পর মাত্র দু’মাসেই চাবি হাতে পাওয়া যাচ্ছে। যেখানে টপ-স্পেক ভ্যারিয়েন্টগুলির ওয়েটিং পিরিয়ড একটু বেশি, ছয় মাস।

Mahindra XUV700-এর ওয়েটিং পিরিয়ড কমলো

MX, AX3 ও AX4-এ যদি অপশনাল প্যাকেজ যোগ করা হয়, সে ক্ষেত্রে ডেলিভারি পেতে দশ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। জানিয়ে রাখি, Mahindra XUV700 পাঁচ ও সাত আসন সংখ্যার মধ্যে বেছে নেওয়া যায়। আবার বিভিন্ন পাওয়ারট্রেন অপশন উপলব্ধ রয়েছে। এসইউভিটির ২.০ লিটার টার্বোচার্জড mStallion ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২০০ এইচপি ক্ষমতা ও ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয়।

অন্যদিকে Mahindra XUV700-এর কম শক্তিশালী ২.২ লিটার mHawk ডিজেল ইঞ্জিনটি দুই ধরনের আউটপুট সমেত উপলব্ধ। একটি থেকে ১৫৫ এইচপি ও ৩৬০ এনএম টর্ক এবং অপরটি থেকে ১৮০ এইচপি ক্ষমতা ও ৪২০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ডিজেল অটোমেটিক ভ্যারিয়েন্ট থেকে ৪৫০ এনএম টর্ক পাওয়া যায়।

ক্রেতারা ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনে বেছে নিতে পারেন গাড়িটি। তবে AX7 ও AX7L শুধুমাত্র অল-হুইল ড্রাইভ ট্রিমে অফার করা হয়। XUV700-এর MX পেট্রোল ভার্সনের দাম ১৪.০৩ লাখ টাকা এবং ডিজেল ভার্সনের মূল্য ১৪.৪৭ লাখ টাকা। দুটিই এক্স-শোরুম মূল্য ধরে। বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে – MG Hector Plus, Tata Safari ও Hyundai Alcazar।

Show Full Article
Next Story