Baleno-র কাছে পরাস্ত Wagon R, হ্যাচব্যাক গাড়ি বিক্রিতে ফের সেরার আসনে Maruti Suzuki
আগস্টে ভারতে সর্বাধিক বিক্রিত ১০টি হ্যাচব্যাক গাড়ির তালিকা প্রকাশ হল। যেখানে দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা...আগস্টে ভারতে সর্বাধিক বিক্রিত ১০টি হ্যাচব্যাক গাড়ির তালিকা প্রকাশ হল। যেখানে দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) সবচেয়ে বেশি আসন দখল করেছে। দশটির মধ্যে সাতটিই তাদের মডেল। বাকি তিনটির মধ্যে দুটিতে হুন্ডাই (Hyundai) এবং একটি টাটা মোটরস (Tata Motors)-এর গাড়ি স্থান পেয়েছে। গত মাসে ১৮,৪১৮ ইউনিট বিক্রয়ের মাধ্যমে Maruti Suzuki Baleno তালিকার শীর্ষস্থান দখল করেছে। তুলনাস্বরূপ, গত বছর ওই সময়ে গাড়িটির বেচাকেনা হয়েছিল ১৫,৬৪৬।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে Maruti WagonR। আগস্টে গাড়িটি ১৮,৩৯৮ নতুন ক্রেতার হদিশ পেয়েছে। ২০২১-এর ওই সময়ে এটি ৯,৬২৮ ইউনিট বিক্রি হয়েছিল। তিন নম্বরে রয়েছে Maruti Alto। গত মাসে ১৪,৩৮৮ গ্রাহকের হাতে অল্টোর চাবি তুলে দিয়েছিল সংস্থা। চতুর্থ স্থানের দখলদার Maruti Swift। এবারের আগস্টে মোট ১১,২৭৫ ক্রেতা গাড়িটি বাড়ি নিয়ে এসেছেন।
তালিকায় এরপর রয়েছে Hyundai Grand i10 Nios। গত মাসে মোট ৯,২৭৪টি বিক্রি হয়েছে এই গাড়িট। অন্যদিকে Maruti S-Presso ছয় নম্বরে জায়গা পেয়েছে। এবারের আগস্টে ৭,৭৭৪ নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে কম্প্যাক্ট এসইউভি গাড়িটি। তালিকার পরবর্তী স্থানে রয়েছে Hyundai i20। হ্যাচব্যাক মডেলটির গত মাসে ৭,৫৫৮ ইউনিট বিক্রি হয়েছে।
আট নম্বর স্থানের অংশীদার Tata Tiago। তালিকায় টাটার এই একটি মাত্র মডেলের দেখা মিলেছে। যা গত মাসে ৭,২০৯ ইউনিট বিক্রিবাটা হয়েছে। নবম স্থানের দখলদার Maruti Celerio। এর ৫,৮৫২টি মডেল বিক্রি করতে পেরেছে মারুতি সুজুকি। তালিকার দশ নম্বরে ঠাঁই পেয়েছে Maruti Suzuki Ignis। গত মাসে এর বেচাকেনার সংখ্যা ছিল ৫,৭৪৬ ইউনিট।