Maruti Celerio নতুন মেকওভার সহ লঞ্চ হল, দেখলে আপনারও কিনতে ইচ্ছা করবে

মারুতি সুজুকি (Maruti Suzuki)-র সর্বাধিক মাইলেজ প্রদানকারী গাড়ি সেলেরিও (Celerio) এবার নতুন অবতারে ‘ব্যাঙ্কক...
SUMAN 23 March 2023 2:55 PM IST

মারুতি সুজুকি (Maruti Suzuki)-র সর্বাধিক মাইলেজ প্রদানকারী গাড়ি সেলেরিও (Celerio) এবার নতুন অবতারে ‘ব্যাঙ্কক ইন্টারন্যাশনাল মোটর শো’-তে জাঁকজমকপূর্ণ ভাবে লঞ্চ হল। আন্তর্জাতিক বাজারে মারুতির জাপানি অংশীদার সুজুকি মোটর দ্বারা বিক্রিত গাড়িটি এর আগে অন্যান্য মডেলের সাথেই প্রদর্শিত হয়েছিল। Celerio-এর নয়া ভার্সনটির নামকরণ করা হয়েছে – Classic Edition। এটি ডিজাইনগত দিক থেকে একাধিক আপডেট পেয়েছে। যার মধ্যে কয়েকটি রেট্রো স্টাইলের।

Celerio Classic Edition ডিজাইন

সেলেরিও ক্লাসিক এডিশন পুরনো প্রজন্মের হ্যাচব্যাকের উপর নির্মিত। যার বদলি হিসাবে ২০২১ সালে নতুন মডেল এনেছিল মারুতি সুজুকি। থাইল্যান্ডে ক্লাসিক এডিশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১১.৬০ লক্ষ টাকা পড়ছে। গাড়িটি ডুয়েল টোন কালার থিম সমেত হাজির হয়েছে। হোয়াইট বডির চতুর্দিকে রয়েছে হরেক যন্ত্রাংশ। ORVM-টি লাল রঙে আবৃত। যা বাহ্যিক কালারের সাথে সামান্য বেমানান।

Celerio Classic Edition ইন্টেরিয়র

Celerio Classic Edition-এ আপডেট হিসেবে দেওয়া হয়েছে ব্ল্যাক বাম্পার এবং এক্সটেন্ডেড ফেন্ডার। রেগুলার হুইল কভার বা অ্যালয়ের বদলে এর হুইলটি রেট্রো স্টাইলের হাব ক্যাপ যুক্ত। বেজ এবং ব্রাউন সহ গাড়িটির কেবিনে রয়েছে ডুয়েল টোন আপহোলস্টেরি। এর ড্যাশবোর্ড এবং কেবিনের অন্যান্য অংশে ব্ল্যাক এবং গ্রে কালার কম্বিনেশন নজরে পড়েছে। অন্দরমহলে তেমন কোন আপডেট দেওয়া হয়নি বললেই চলে।

Celerio Classic Edition ইঞ্জিন

ক্লাসিক এডিশনের Celerio-তে দেওয়া হয়েছে একটি ১.০ লিটার K10B পেট্রোল ইঞ্জিন। এদিকে এর ভারতীয় ভার্সনটিতে রয়েছে ১.০ লিটার থ্রি সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড K10C পাওয়ারট্রেন। ইঞ্জিনের সাথে সংযুক্ত অটোমেটিক ট্রান্সমিশন। সুজুকির দাবি গাড়িটি ১ লিটার পেট্রোলে ২০ কিলোমিটার পথ চলবে।

Maruti Suzuki Celerio-এর ভারতীয় মডেলটির বর্তমান বাজার মূল্য ৫.২৫ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। গাড়িটি S-CNG ভার্সনেও অফার করা হয়, যার দাম ৬.৬৯ লক্ষ টাকা। সুজুকি সেলেরিও ক্লাসিক এডিশনটি কেবলমাত্র থাইল্যান্ডে উপলব্ধ হবে নাকি ভারতেও আসবে, সেটা অবশ্য অজানা।

Show Full Article
Next Story