ছাড় প্রায় 60,000 টাকা, দিওয়ালিতে এই পাঁচ গাড়ির মালিক হতে পারেন আপনিও

করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে এদেশের গাড়ির বাজার বর্তমানে যথেষ্ট চাঙ্গা। তার উপর উৎসবের মরসুমে চাহিদার কাঁধে ভর করে...
techgup 13 Oct 2022 10:00 AM IST

করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে এদেশের গাড়ির বাজার বর্তমানে যথেষ্ট চাঙ্গা। তার উপর উৎসবের মরসুমে চাহিদার কাঁধে ভর করে বিক্রি বাড়বে বলে যথেষ্ট আশাবাদী নির্মাতারা। নবরাত্রি উপলক্ষে সংস্থাগুলির গাড়ি বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ। ওই দিনগুলিতে মধ্যে গোটা দেশে বিক্রি হয়েছে প্রায় ১.১০ লক্ষ। বিগত বছরের যে সংখ্যাটি ছিল মাত্র ৬৪,৮৫০ ইউনিট। এই সংখ্যাকে ধরে রাখতে দীপাবলি উপলক্ষে বিপুল পরিমাণ ডিসকাউন্ট ও আকর্ষণীয় অফার নিয়ে হাজির সংস্থাগুলি। কোনো কোনো গাড়ির উপর এই অক্টোবর মাসে ছাড় মিলবে প্রায় ৩০,০০০ টাকারও বেশি। এই প্রতিবেদনে তেমনই পাঁচ গাড়ির খোঁজ রইল।

Maruti Celerio

গত বছর নতুন অবতারে লঞ্চ করা এই গাড়িটির উপর মিলবে সবচেয়ে বেশি ডিসকাউন্ট। মারুতি সুজুকির পক্ষ থেকে সেলেরিওর নতুন প্রজন্মের মডেলটির উপর সর্বোচ্চ ৫৯,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বিপুল পরিমাণ এই ডিসকাউন্টের মধ্যে সরাসরি নগদে ছাড় মিলবে ৪০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট ও ৪,০০০ টাকা কর্পোরেট ডিসকাউন্ট পাবে গ্রাহকরা।

Maruti Swift

এদেশের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি হল মারুতি সুইফ্ট। ছাড়ের নিরিখে তালিকায় দ্বিতীয়। ফেসলিফ্ট আপডেট পেতে চলা এই গাড়ির উপর সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়ে উপলব্ধ । এরমধ্যে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাবে ৩০,০০০ টাকা ও বাকি ১৫,০০০ টাকা হল এক্সচেঞ্জ বোনাস এবং ৫,০০০ টাকা কর্পোরেট ডিসকাউন্ট।

Maruti WagnoR

ওয়াগানার গাড়িটির উপর চলতি মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। তাছাড়াও ৫,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্টও মিলবে মডেলটির উপর।

Maruti Alto K10

সম্প্রতি লঞ্চ হওয়া Alto K10 এর নয়া সংস্করণ ইতিমধ্যেই মারুতি সুজুকির ফেস্টিভ ডিসকাউন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সংস্থার সবচেয়ে ছোট এই হ্যাচব্যাক মডেলটির উপর সর্বোচ্চ ৩৯,০০০ টাকার ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে মারুতি। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকা পর্যন্ত নগদে ছাড়। তাছাড়াও এই গাড়িটি কিনতে আসা গ্রাহকরা ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের পাশাপাশি ৪,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট পাবেন।

Renault Kwid

Alto K10 এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম রেনো কুইড। ফ্রান্সের নির্মাতা রেনো তাদের সবচেয়ে ছোট এই হ্যাচব্যাক গাড়ি ৩৫,০০০ টাকা ডিসকাউন্টে দিচ্ছে। যার মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট ও ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনস।

Show Full Article
Next Story