Maruti Dzire

সস্তা মারুতি গাড়ি কিনতে হুড়োহুড়ি, লঞ্চের একমাসের মধ্যে বুকিং ছাড়ালো 30 হাজার

গত 11 নভেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল নতুন Maruti Dzire। লঞ্চের আগে, ক্র্যাশ টেস্টে গাড়িটি 5-স্টার সেফটি রেটিং পেয়েছিল। গাড়িটি এক মাসও হয়নি বাজারে এসেছে, এরই মধ্যে 30 হাজারেরও বেশি বুকিং পেয়েছে বলে জানিয়েছে মারুতি।

Suman Patra 8 Dec 2024 11:09 PM IST

গত 11 নভেম্বর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল নতুন Maruti Dzire। লঞ্চের আগে, ক্র্যাশ টেস্টে গাড়িটি 5-স্টার সেফটি রেটিং পেয়েছিল। মারুতি নতুন ডিজায়ারে অনেক সিকিউরিটি ফিচার অন্তর্ভুক্ত করেছে, যার কারণে এই গাড়িটি অনেকের মনে ধরেছে। যার প্রত্যক্ষ প্রভাব দেখা গেছে এর বুকিংয়েও। গাড়িটি এক মাসও হয়নি বাজারে এসেছে, এরই মধ্যে 30 হাজারেরও বেশি বুকিং পেয়েছে বলে জানিয়েছে মারুতি।

মারুতি ডিজায়ারের বাম্পার বুকিং

নতুন প্রজন্মের ডিজায়ার মডেলের প্রতিদিন প্রায় 1 হাজার ইউনিটের বুকিং পাচ্ছে মারুতি। সংস্থাটি এখনও পর্যন্ত 5 হাজারের বেশি ইউনিট ডেলিভারি করেছে। এই মুহূর্তে মারুতির গাড়িটি বুকিং করলে আপনাকে ডেলিভারি পেতে প্রায় তিন মাস অপেক্ষা করতে হবে। মারুতির তরফে জানানো হয়েছে, আগের মডেলের তুলনায় নতুন মডেলের লঞ্চের প্রথম এক মাসে প্রায় দ্বিগুণ বুকিং হয়েছে।

মারুতি ডিজায়ারের ফিচার

এই গাড়ি তৈরির সময় মানুষের নিরাপত্তার দিকেই সবচেয়ে বেশি নজর দিয়েছে মারুতি। গাড়িতে রয়েছে 6টি এয়ারব্যাগ। এতে ইবিডি সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) রয়েছে। এর সাথে দেখা যাবে ডুয়াল টোন ইন্টেরিয়র। গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরার সঙ্গে ক্রুজ কন্ট্রোলও রয়েছে। মারুতি নতুন ডিজায়ারে সিঙ্গল-পেন সানরুফও অফার করেছে। গাড়িটিতে 15 ইঞ্চি অ্যালয় হুইল উপস্থিত।

মারুতি ডিজায়ার গাড়ির দাম

নতুন মারুতি ডিজায়ারে অনেক নতুন ফিচার যুক্ত হওয়ার পরও এর দাম 7 লক্ষ টাকার মধ্যে রয়েছে। নতুন ডিজায়ারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 6.79 লক্ষ টাকা থেকে এবং এর টপ মডেলের দাম 10.14 লক্ষ টাকা। মারুতির গাড়িটি প্রায় 24.79 কিমি মাইলেজ দেবে।

Show Full Article
Next Story