এক চার্জে 303 কিমি চলবে, আজ লঞ্চ হওয়া Maruti Jimny-কে টক্কর দিতে ভারতে আসছে Baojun Yep EV
চীনে SAIC, GM এবং Wuling-র যৌথ উদ্যোগে তৈরি কম্প্যাক্ট ইলেকট্রিক এসইউভি (SUV) আত্মপ্রকাশ করল। গাড়িটির নাম – Baojun Yep।...চীনে SAIC, GM এবং Wuling-র যৌথ উদ্যোগে তৈরি কম্প্যাক্ট ইলেকট্রিক এসইউভি (SUV) আত্মপ্রকাশ করল। গাড়িটির নাম – Baojun Yep। এটি এমজি কমেট (MG Comet)-এর গ্লোবাল স্মল ইলেকট্রিক ভেহিকেল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত। চারজনের আসন বিশিষ্ট ৩.৩ মিটার লম্বা কম্প্যাক্ট এসইউভি মডেলটির ইলেকট্রিক মোটর রিয়ার অ্যাক্সেলে শক্তি সঞ্চারিত করবে। ভারতেও লঞ্চ হতে পারে গাড়িটি। যা এমজি মোটর (MG Motor)-এর অধীনে বিক্রি করা হবে। Baojun Yep এদেশে এমজি মোটর ইন্ডিয়ার ব্র্যান্ডিংয়ে আনা হবে। আজ লঞ্চ হওয়া Maruti Suzuki Jimny-কে কড়া টক্কর দিতে পারে Baojun Yep।
Baojun Yep পাওয়ারট্রেন ও ফিচার্স
গাড়িটিতে একটি ২৮.১ কিলোওয়াট ব্যাটারি থাকছে। ফুল চার্জে এটি ৩০৩ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ইলেকট্রিক মোটরটি থেকে ৬৬ এইচপি শক্তি এবং ১৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। প্রতি ঘন্টায় গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার। চার্জিং এর প্রসঙ্গে বললে, একটি ডিসি ফার্স্ট চার্জার দ্বারা ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ ৩৫ মিনিটে করা যাবে।
সদ্য উন্মোচিত কম্প্যাক্ট ইলেকট্রিক এসইউভি Baojun Yep-এর প্রতিপক্ষ হিসাবে এদেশে রয়েছে Maruti Suzuki Jimny। উভয় মডেলর ডিজাইনও বাক্সের মতো। ইয়েপে ১৫ ইঞ্চি অ্যালয় হুইল, ড্যাশ আকৃতির হেডলাইট এবং ইন্ডাস্ট্রি ফার্স্ট ফিচার হিসাবে টেলগেটে এলইডি ডিসপ্লে বর্তমান। পাশাপাশি একাধিক কন্ট্রোল সহ একটি থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল, সেন্ট্রাল কনসোলে ড্রাইভ সিলেক্টর, এসি কন্ট্রোলের জন্য সুইচ এবং একটি গ্লোভবক্স রয়েছে এতে।
এছাড়াও, গাড়িটিতে উপস্থিত একটি ১০.২৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ক্লাস্টার, ব্যাটারি টেম্পারেচার ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়ার ভিউ ক্যামেরা, হিটেড ফ্রন্ট সিট, এবং ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার্স সিট। আর টপ ভ্যারিয়েন্টে থাকছে এডাস-টেক ফিচার। যার মধ্যে উপলব্ধ অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার ওয়ার্নিং, লেন-কিপ অ্যাসিস্ট, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট মনিটরিং, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট, ইত্যাদি।