Maruti Jimny থেকে Honda Elevate, জুনে যে 5 গাড়ির লঞ্চের অপেক্ষায় দেশবাসী
এদেশের গাড়ির জগতের কাছে চলতি এই জুন মাস অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এর অন্যতম কারণ হল এই মাসেই ভারতে পা রাখতে চলেছে...এদেশের গাড়ির জগতের কাছে চলতি এই জুন মাস অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এর অন্যতম কারণ হল এই মাসেই ভারতে পা রাখতে চলেছে একাধিক নতুন ফোর-হুইলার। এদের মধ্যে Maruti Jimny, Honda Elecate এর কয়েকটি মডেলের নাম পরিচিত হলেও কয়েকটি আছে একদম নতুন। চলুন এই মাসে লঞ্চ হতে চলা গাড়ির তালিকা দেখে নেওয়া যাক।
জুন, 2023-এ ভারতে লঞ্চ হতে চলা গাড়ির তালিকা
Honda Elevate
মিড সাইজ এসইউভি সেগমেন্টে হোন্ডা এলিভেট আগামীকালই ভারতের প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এটিই তার প্রথম পর্দা উন্মোচন। হোন্ডার অন্যতম সেরা সেডান মডেল City এর প্ল্যাটফর্ম এবং ইঞ্জিনের উপর কেন্দ্র করে তৈরি করা হয়েছে নতুন গাড়িটি। লেভেল টু ADAS ফিচারসহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকবে এতে। হোন্ডা এলিভেটে চালিকাশক্তির সরবরাহ করবে ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটারের AtKinson সাইকেল স্ট্রং হাইব্রিড ইঞ্জিন (দুটি ইলেকট্রিক মোটর এর সাথে)।
Maruti Suzuki Jimny
দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রায় প্রত্যেকেই মারুতি সুজুকি জিমনি এর ব্যাপারে অবগত। আগামী ৭ জুন অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হবে মারুতির তরফে। ৫ দরজা বিশিষ্ট জিমনিতে ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১০৩ বিএইচপি শক্তি এবং ১৩৪ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। ট্রান্সমিশন সিস্টেম হিসেবে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক গিয়ার বক্স উপলব্ধ থাকবে এতে। সর্বোপরি অফ রোডে চলার উপযুক্ত AllGrip Pro 4×4 প্রযুক্তি মারুতি সুজুকি জিমনির অন্যতম প্লাস পয়েন্ট।
BMW M2
তালিকায় এর পরেই রয়েছে বিএমডব্লিউ এমটু। এই গাড়ি নির্মাতার তৈরি মডেলগুলির মধ্যে অন্যতম সেরা স্পোর্টি লুকের গাড়ি হল এটি। এর দ্বিতীয় প্রজন্মের মডেল চলতি মাসেই ভারতের মাটি ছুঁতে চলেছে। বিএমডব্লিউ এমটু এর আপডেটেড ভার্সনে এগিয়ে চলার শক্তি সরবরাহ করে ৩.০ লিটারের টার্বো টুইন ইনলাইন সিক্স ইঞ্জিন। এর থেকে উৎপন্ন হওয়া পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৪৬০ বিএইচপি এবং ৫৫০ এনএম। সঙ্গে থাকছে ৬ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স এবং এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের অপশন।
Volkswagen Taigun এবং Virtus ম্যানুয়াল
এই জুন মাসেই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে Volkswagen Taigun এবং Virtus এর ম্যানুয়াল ভ্যারিয়েন্ট। যা ১.৫ লিটারের TSI পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত এবং১৪৮ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে ট্রান্সমিশন সিস্টেম হিসেবে থাকছে সেভেন স্পিড যুক্ত DSG ইউনিট।
Mercedes-AMG SL 55
তালিকার সবার শেষে রয়েছে Mercedes-AMG SL 55। দীর্ঘ ১২ বছর পর পুনরায় এদেশে ফিরতে চলেছে মার্সিডিজ বেঞ্জ SL সিরিজের মডেল। আগামী ২২শে জুন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে এটি। Mercedes-AMG SL 55 এর প্রাণভোমরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪.০ লিটারের টুইন টার্বো ভি৮ ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৬৯ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ৭০০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এর অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ৯। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ২৯৫ কিমি/ঘণ্টা।