একবার পেট্রল ভরে নিলে 700 কিমি নিশ্চিত, মাইলেজে Maruti-র নয়া গাড়িকে টেক্কা দেওয়া মুশকিল
সামনের মাসেই ভারতের বাজারে পা রাখতে চলেছে আফ-রোডার গাড়ি Maruti Suzuki Jimny। এদেশে যার প্রতিপক্ষ হিসাবে রয়েছে Mahindra...সামনের মাসেই ভারতের বাজারে পা রাখতে চলেছে আফ-রোডার গাড়ি Maruti Suzuki Jimny। এদেশে যার প্রতিপক্ষ হিসাবে রয়েছে Mahindra Thar। এসইউভি মডেলটি লঞ্চের আগেই মারুতি সুজুকি এর মাইলেজের তথ্য প্রকাশ করেছে। দেখা গেছে, পাঁচ দরজা বিশিষ্ট Jimny-এর পেট্রোল ভার্সন তার প্রতিদ্বন্দ্বী Thar-এর পেট্রোল ট্রিমের চাইতে বেশি পথ দৌড়বে। এছাড়াও বিভিন্ন দিক থেকে গাড়িটি ব্যবহারকারীর পকেটের কথা চিন্তা করবে বলে দাবি মারুতির।
Mahindra Thar-এর তুলনায় Maruti Suzuki Jimny বেশি মাইলেজ দেবে
মারুতি সুজুকি জানিয়েছে সামনের মাসের লঞ্চ হতে চলা জিমনির অটোমেটিক ভ্যারিয়েন্ট ১ লিটার পেট্রোলে ১৬.৩৯ কিলোমিটার (এআরএআই দ্বারা পরীক্ষিত) মাইলেজ প্রদান করবে। যেখানে ম্যানুয়াল ভ্যারিয়েন্ট প্রতি লিটার পেট্রোলে ছুটবে ১৬.৯৪ কিলোমিটার। ৪০ লিটার ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি থাকলে জিমনি একটানা ৬৫০-৭০০ কিলোমিটার পথ চলতে সক্ষম।
অন্যদিকে, মাহিন্দ্রা থার-এর পেট্রোল ভ্যারিয়েন্টটি ১৬.২ কিমি/লিটার মাইলেজ দেয়। এতে রয়েছে একটি ২.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন। মোটরের সাথে সংযুক্ত একটি সিক্স স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স। এটি থেকে ১৫০ এইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হয়।
মারুতি সুজুকি তাদের জিমনি-তে দিয়েছে একটি ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড K15B সিরিজ পেট্রোল ইঞ্জিন। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে কেনা যাবে। ইঞ্জিনের আউটপুট ১০৩ বিএইচপি এবং ১৩৪ এনএম টর্ক। ফলে বোঝাই যাচ্ছে, জিমনির চাইতে থার বেশি শক্তিশালী।
Thar-কে দামের দিক থেকেও Jimny টেক্কা দেবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে, Mahindra Thar-এর এন্ট্রি-লেভেল রিয়ার হুইল ড্রাইভ পেট্রোল ভ্যারিয়েন্টের দাম ১৩.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। আর টপ-এন্ড ভার্সনের দাম ১৬.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।