পুজোর মরসুমে চাঙ্গা দেশের গাড়ি বাজার, কোন মডেলগুলি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? রইল লিস্ট
এমনিতেই প্রতি বছর পুজোর মাসগুলিতে ভারতে গাড়ির বিক্রি অন্যান্য মাসের চাইতে বেশ কয়েক গুণ বৃদ্ধি পায়। এ বছরও যার অন্যথা...এমনিতেই প্রতি বছর পুজোর মাসগুলিতে ভারতে গাড়ির বিক্রি অন্যান্য মাসের চাইতে বেশ কয়েক গুণ বৃদ্ধি পায়। এ বছরও যার অন্যথা হয়নি। তবে এবছরের বিক্রি অবাক করেছে খোদ গাড়ি সংস্থাগুলিকেই। গত মাস অর্থাৎ সেপ্টেম্বরে এদেশে মোট ৩,৫৫,৯৪৬টি যাত্রীগাড়ি বিক্রির খবর সামনে এসেছে। গাড়ির বিক্রিতে এই অগ্রগতির জন্য উৎসবের মরসুমে চাহিদা এবং সেমিকন্ডাক্টর চিপের জোগান, উভয়ের বৃদ্ধিকেই কৃতিত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে গত মাসে এদেশে সর্বাধিক বিক্রিত প্রথম দশটি গাড়ির মধ্যে ৬টিই হল মারুতি সুজুকি (Maruti Suzuki)-র। বাকি দুটো হুন্ডাই (Hyundai) এবং টাটা মোটরস (Tata Motors)-এর।
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় কিনেছেন Maruti Suzuki Alto। পরিসংখ্যান বলছে সদ্য লঞ্চ হওয়া Alto K10 ও Alto মিলিয়ে গত মাসে মোট ২৪,৮৪৪ ইউনিট বিক্রি হয়েছে। ফলে অল্টো ব্র্যান্ড সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে Maruti Suzuki WagonR। আগের মাসে যেটি ২০,০৭৮ জন নতুন ক্রেতার খোঁজ পেয়েছে।
তালিকার তিন নম্বরে জায়গা করে নিয়েছে Maruti Suzuki Baleno। গত মাসে ১৯,৩৬৯ জন গ্রাহকের হাতে গাড়িটির চাবি তুলে দিয়েছে সংস্থা। সেপ্টেম্বরে ১৫,৪৪৫ ইউনিট বিক্রি হওয়ায় Tata Nexon-কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে Maruti Suzuki Brezza। এরপরেই রয়েছে Tata Nexon। গত মাসে যার বেচাকেনা হয়েছে ১৪,৫১৮ ইউনিট। তালিকার ষষ্ঠ স্থানটি দখল করেছে Hyundai Creta। এ বছর সেপ্টেম্বরে মোট ১২,৮৬৬ জন ক্রেতা গাড়িটি বাড়ি নিয়ে এসেছেন।
সাত নম্বরের দখলদার Maruti Suzuki Eeco। এটি ১২,৬৯৭ ইউনিট বিক্রি হয়েছে। এরপরের স্থান দখল করেছে বর্তমানে ভারতের অন্যতম সুরক্ষিত গাড়ির তকমা প্রাপ্ত Tata Punch। আগের মাসে মোট ১২,২৫১ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে গাড়িটি। Maruti Suzuki Swift তালিকার নবম স্থানটি ছিনিয়ে নিয়েছে। এটি বিক্রি হয়েছে ১১,৯৮৮ ইউনিট। সবার শেষে রয়েছে Brezza ও Nexon-এর প্রতিপক্ষ Hyundai Venue। যার বেচাকেনার পরিমাণ ছিল ১১,০৩৩টি।