Maruti Suzuki: 44,000 টাকা ছাড়, নতুন বছর উপলক্ষ্যে বাম্পার অফার মারুতির গাড়িতে
ভারতের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা হিসেবে মারুতি সুজুকি (Maruti Suzuki) নতুন বছরের প্রারম্ভে ক্রেতাদের জন্য চমক...ভারতের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা হিসেবে মারুতি সুজুকি (Maruti Suzuki) নতুন বছরের প্রারম্ভে ক্রেতাদের জন্য চমক আনবে না, এমনটা ভাবনার অতীত। ২০২৪-এর সূচনা হতেই কয়েকটি বাছাই করা গাড়িতে ডিসকাউন্ট সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঘোষণা করল ইন্দো-জাপানি সংস্থাটি। ছাড়ের সেই তালিকায় রয়েছে অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক Maruti Baleno। বর্তমানে গাড়িটিতে সর্বোচ্চ ৪৪,০০০ টাকার সাশ্রয় করা যাচ্ছে।
Maruti Suzuki Baleno-তে মোটা ডিসকাউন্ট
অটো পোর্টালগুলির রিপোর্ট অনুযায়ী, ব্যালেনোর ২০২৪-এর লেটেস্ট মডেলে থাকছে ২৯,০০০ টাকার বেনিফিট, যেখানে ২০২৩-এর মডেল ৪৪,০০০ টাকা ছাড় সমেত কেনা যাচ্ছে। এর মধ্যে আওতাধীন ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বোনাস। ২০২৪-এর মডেলে মিলছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকার কর্পোরেট বেনিফিট।
অন্যদিকে ২০২৩ ব্যালেনোর ৪৪,০০০ টাকা ছাড়ের মধ্যে রয়েছে ২৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকার কর্পোরেট বেনিফিট। গাড়িটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনে ছোটে। যা থেকে সর্বোচ্চ ৮৮ বিএইচপি ক্ষমতা ও ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক অপশনে বেছে নেওয়া যায়। সঙ্গে সিএনজি অপশনও রয়েছে।
উল্লেখ্য, এই প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ির বর্তমান বাজার মূল্য ৬.৬১ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটি চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Sigma, Delta, Zeta ও Alpha। জানিয়ে রাখি, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে। ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ থাকবে এই অফার।