Best Selling Car: যেমন মাইলেজ, তেমন ফিচার্স, ভারতে এখন সবথেকে বেশি বিক্রি এই গাড়ির

Maruti Suzuki Brezza আগস্টে রেকর্ড গড়ল। 2016 সালের মার্চে ভারতে প্রথম লঞ্চ হওয়ার পর গত মাস গাড়িটির সর্বাধিক ইউনিট বিক্রি...
techgup 4 Sept 2024 1:24 PM IST

Maruti Suzuki Brezza আগস্টে রেকর্ড গড়ল। 2016 সালের মার্চে ভারতে প্রথম লঞ্চ হওয়ার পর গত মাস গাড়িটির সর্বাধিক ইউনিট বিক্রি হয়েছে। আগস্টে মারুতির এই SUV মডেলের 19,190 ইউনিট বিক্রি হয়েছে, যা এক মাসে সর্বোচ্চ। প্রসঙ্গত, Vitatra Brezza ও Bezza ফেসলিফ্ট মিলিয়ে এখনও পর্যন্ত 10 লাখের বেশি ইউনিট বিক্রি করেছে ইন্দো জাপানি সংস্থাটি।

প্রাথমিক ট্রেন্ডে Hyundai Creta, Mahindra Scorpio, Tata Punch-কে পিছনে ফেলে এটি বর্তমানে দেশের বেস্ট সেলিং গাড়ির তকমা পেয়েছে বলে মনে করা হচ্ছে। Fronx, Grand Vitara-র মতো জনপ্রিয় SUV বিক্রি করলেও, মারুতির জমি শক্ত করেছে ব্রেজা'ই। তিন বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে দেশের গাড়ি বাজার।

আরও পড়ুন : Samsung, Vivo-দের হারিয়ে বড় অঘটন, সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন এটাই!

2022, 2023, এবং 2024 অর্থবর্ষে যথাক্রমে 1,13,751, 1,45,665 এবং 1,69,897টি Maruti Brezza বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতি বছর চাহিদা বেড়েছে। 2024-25 অর্থবর্ষে (এপ্রিল থেকে আগস্ট) এখনও পর্যন্ত গাড়িটির 78,337 ইউনিট বিক্রি হয়েছে। যেভাবে এগোচ্ছে তাতে 2023-24-এর বিক্রিবাটাকেও ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : Redmi A3 Pro: বাজেট স্মার্টফোন মার্কেট কাঁপাতে আসছে রেডমির নতুন সস্তা ফোন

মারুতি ব্রেজার দাম এখন 8.34 লাখ টাকা থেকে শুরু হয়ে 14.14 লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। এতে 1.5 লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে, যা সর্বাধিক 103 পিএস পাওয়ার ও 137 এনএম টর্ক উৎপন্ন করে। এটি 5 স্পিড MT অথবা 6 স্পিড AT গিয়ারবক্স অপশনে উপলব্ধ। গাড়িটির প্রতিদ্বন্দ্বী Tata Nexon, Hyundai Venue, Mahindra XUV 3XO এবং Kia Sonet।

Show Full Article
Next Story