জলের দরে হাই-মাইলেজ গাড়ি আনল Maruti Suzuki, মাত্র 4.99 লাখে লঞ্চ হল নতুন Celerio
ভারতে নতুন গাড়ি লঞ্চ করল Maruti Suzuki। হাজির হল Celerio লিমিটেড এডিশন। গাড়ির দাম শুরু 4.99 লক্ষ টাকা থেকে। গাড়ির বৈশিষ্ট্য, ইঞ্জিন-সহ খুঁটিনাটি তথ্য জেনে নিন।
মধ্যবিত্তের জন্য 5 লাখ টাকা বাজেটের মধ্যে নতুন গাড়ি লঞ্চ করল Maruti Suzuki। এদিন হাজির হল Maruti Celerio লিমিটেড এডিশন। গাড়ির দাম শুরু 4.99 লক্ষ টাকা থেকে। এটির সঙ্গে 11 হাজার টাকার ফ্রি অ্যাক্সেসরিজ দেওয়া হচ্ছে। কোম্পানির ঘোষণা অনুযায়ী, এই লিমিটেড এডিশন অফার থাকবে 20 ডিসেম্বর, 2024 পর্যন্ত।
Maruti Suzuki Celerio লিমিটেড এডিশন
এই গাড়ির সঙ্গে মিলবে নতুন বডি কিট। যেখানে থাকবে ডুয়াল টোন ডোর সিল গার্ড, কাস্টম ফ্লোর ম্যাট, অতিরিক্ত সাইড ডোর মোল্ড, রুফ এক্সটেনশন স্পয়লার, আন্ডারবডি কিট ইত্যাদি। সেলেরিও লিমিটেড সংস্করণ গাড়িতে কোনও যান্ত্রিক পরিবর্তন করা হয়নি।
এতে পাওয়া যাবে 1 লিটার ন্যাচরালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, যা 66 হর্সপাওয়ার এবং 89 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে 5 স্পিড অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। গাড়িটি CNG বিকল্পের সঙ্গেও পাওয়া যাবে। এই সংস্করণে যে ইঞ্জিন রয়েছে, সেটি 56 হর্সপাওয়ার এবং 82.1 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। CNG মডেলে শুধু ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্প রয়েছে।
নতুন Maruti Suzuki Celerio লিমিটেড এডিশনের মাইলেজ
Maruti Suzuki-এর দাবি, Celerio হল দেশের সবচেয়ে জ্বালানি-দক্ষ যাত্রীবাহী গাড়ি। এটির পেট্রল ভ্যারিয়েন্টের মাইলেজ 26.68 কিমি প্রতি লিটার এবং CNG ভ্যারিয়েন্টের মাইলেজ 34.43 কিমি প্রতি লিটার। গাড়ি বাজারে সবথেকে বেশি মাইলেজ সম্পন্ন গাড়িগুলির মধ্যে একটি সেলেরিও।
নতুন সেলেরিও লিমিটেড সংস্করণ সাতটি রঙের বিকল্পে উপলব্ধ : মেটালিক স্পিডি ব্লু, মেটালিক গ্লিস্টেনিং গ্রে, পার্ল আর্কটিক হোয়াইট, মেটালিক সিল্কি সিলভার, সলিড ফায়ার রেড, পার্ল ক্যাফেইন ব্রাউন এবং পার্ল ব্লুইশ ব্ল্যাক।
ভারতে নতুন গাড়ি লঞ্চ করল Maruti Suzuki। হাজির হল Celerio লিমিটেড এডিশন। গাড়ির দাম শুরু 4.99 লক্ষ টাকা থেকে। গাড়ির বৈশিষ্ট্য, ইঞ্জিন-সহ খুঁটিনাটি তথ্য জেনে নিন।