Maruti Celerio নাকি Wagon R? দামে প্রায় সমান, কোন গাড়ি বেশি উপযুক্ত আপনার জন্য, দেখুন
বর্তমানে প্রতিমাসে বিক্রিত সর্বাধিক যাত্রীবাহী গাড়ির মধ্যে Maruti Suzuki WagonR ও Celerio-কে প্রথমের দিকে অবস্থান করতে...বর্তমানে প্রতিমাসে বিক্রিত সর্বাধিক যাত্রীবাহী গাড়ির মধ্যে Maruti Suzuki WagonR ও Celerio-কে প্রথমের দিকে অবস্থান করতে দেখা যায়। মারুতি সুজুকি (Maruti Suzuki)-র দুটি মডেলই জনপ্রিয়তার দিক থেকে চরম রেষারেষিতে শামিল। আবার এই ছোট গাড়িগুলির কাঁধে ভর করে এদেশে যাত্রীবাহী গাড়ির বাজারের সিংহভাগ মার্কেট শেয়ার নিজের দখলে রেখেছে মারুতি সুজুকি। আজকের এই প্রতিবেদনে WagonR ও Celerio-র দাম এবং স্পেসিফিকেশনের তুলনামূলক আলোচনা রইল।
Maruti Suzuki Celerio vs Maruti Suzuki WagonR দাম
দামের ভিতরে দুটি হ্যাচব্যাক মডেলই প্রায় কাছাকাছি বলা যায়। Maruti Suzuki Celerio-র বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ৫.২৫ থেকে ৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে Maruti Suzuki WagonR ৫.৪৭-৭.২০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) উপলব্ধ।
Maruti Suzuki Celerio vs Maruti Suzuki WagonR স্পেসিফিকেশন
সেলেরিও একটি ৯৯৮ সিসি থ্রি সিলিন্ডার ইঞ্জিনে ছোটে। গাড়িটি পেট্রোল এবং সিএনজি, উভয় মডেলেই কেনা যায়। অন্যদিকে ওয়াগনআর-এ উপস্থিত ১.২ লিটার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এটিও সেলেরিওর মত পেট্রোল এবং সিএনজি ভার্সনে উপলব্ধ।
সেলেরিওর ইঞ্জিন থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ৬৬ পিএস শক্তি এবং ৩,৫০০ আরপিএম গতিতে ৮৯ এনএম টর্ক উৎপন্ন হয়। এদিকে ওয়াগনআর-এ উপস্থিত মিল থেকে ৬০০০ আরপিএম গতিতে ৮৮ পিএস শক্তি এবং ৪,৪০০ আরপিএম গতিতে ১১৩ এনএম টর্ক পাওয়া যায়।
মারুতি সুজুকি-র উভয় মডলই ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং অটোমেটিক (AMT) ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। এএমটি হিসেবে গাড়িগুলিতে অটো গিয়ার শিফট অথবা এজিএস প্রযুক্তি রয়েছে। ১ লিটার জ্বালানিতে মারুতি সুজুকি সেলেরিও ২৬ কিমি পথ চলতে সক্ষম, যেখানে ওয়াগনআর-এর মাইলেজ ২৪.৪৩ কিমি।