Maruti Suzuki: পয়লা জুনেই গাড়ির দাম কমাল মারুতি, কত টাকা সস্তা হল দেখুন

জুনের প্রথম দিনেই গাড়ির দাম কমানোর কথা ঘোষণা করল মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India)। আজ অর্থাৎ ১ জুন, ২০২৪ থেকে ইন্দো জাপানি সংস্থাটি তাদের…

জুনের প্রথম দিনেই গাড়ির দাম কমানোর কথা ঘোষণা করল মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India)। আজ অর্থাৎ ১ জুন, ২০২৪ থেকে ইন্দো জাপানি সংস্থাটি তাদের অটো গিয়ার শিফ্ট লাইনআপের বিভিন্ন মডেলের দাম কমানোর কথা জানিয়েছে। সেই তালিকায় রয়েছে Maruti Suzuki Alto K10, S-Presso, Celerio, WagonR, Swift, Dzire, Baleno, Fronx ও Ignis। একটি অফিসিয়াল বিবৃতিতে মারুতি সুজুকি গাড়ির দাম কমানোর কথা ঘোষণা করলেও এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে খোলসা করেনি।

গাড়ির দাম কমাল Maruti Suzuki

বিবৃতিতে মারুতি সুজুকি ইন্ডিয়া জানিয়েছে, “প্রতিটি মডেলের অটো গিয়ার শিফ্ট ভ্যারিয়েন্টের দাম কমানোর ঘোষণা করছে সংস্থা।” সেখানে উপরিউক্ত মডেলগুলির নাম উল্লেখ করা হয়। মডেল পিছু ৫,০০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছে কোম্পানি। আজ থেকেই নতুন মূল্য কার্যকর করা হচ্ছে।

‘অটো গিয়ার শিফ্ট’ কী?

অটো গিয়ার শিফ্ট বা এজিএস (AGS) হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন টেকনোলজি। যা ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা একসাথে প্রদান করে। এই বৈশিষ্ট্য ২০১৪ সালে মারুতি সুজুকি ভারতে প্রথম এনেছিল। চালকের ভূমিকা ছাড়াই এজিএস পদ্ধতিতে গিয়ার পরিবর্তন এবং ক্লাচ কন্ট্রোল ইলেকট্রনিক্যালি হয়ে যায়।

এই অটোমেটিক ট্রান্সমিশনে রয়েছে একটি ইন্টেলিজেন্ট শিফ্ট কন্ট্রোল অ্যাকচুয়েটর, যা ট্রান্সমিশন ইলেকট্রনিক কন্ট্রোলার ইউনিটের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ব্যবস্থা অটোমেটিক গিয়ার পরিবর্তন করতে সহায়তা করে। ফলে আরামদায়ক এবং নির্ঝঞ্ঝাট ড্রাইভিংয়ের সুবিধা পান চালক। মূল্য হ্রাসের ফলে আরও বেশি সংখ্যক ক্রেতা এজিএস মডেলের প্রতি আকৃষ্ট হবেন বলে আশাবাদী মারুতি সুজুকি।