Maruti Suzuki: পুজোতেও এত ছাড় থাকে না, এপ্রিলে মারুতির গাড়ি মিলছে 62,000 টাকা সস্তায়

প্রতি মাসের মতো এপ্রিলেও মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের একগুচ্ছ গাড়িতে ডিসকাউন্ট ঘোষণা করল। গোটা মাস জুড়ে এই অফার...
SUMAN 10 April 2024 10:56 AM IST

প্রতি মাসের মতো এপ্রিলেও মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের একগুচ্ছ গাড়িতে ডিসকাউন্ট ঘোষণা করল। গোটা মাস জুড়ে এই অফার উপলব্ধ থাকবে। ডিসকাউন্টের আওতাধীন মডেলগুলি হচ্ছে – Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso, Maruti Suzuki Celerio, Maruti Suzuki WagonR, Maruti Suzuki Swift ও Maruti Suzuki Dzire। চলুন দেখে নেওয়া যাক, কোন গাড়িতে কত টাকা ছাড় মিলবে।

Maruti Suzuki Alto K10

Alto K10-এর অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনলে গোটা এপ্রিলে মিলবে সর্বাধিক 62,000 টাকার ডিসকাউন্ট। আবার ম্যানুয়াল ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 57,000 টাকার ছাড়। Alto K10-এর সিএনজি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে 42,000 টাকার ডিসকাউন্ট।

Maruti Suzuki S-Presso

Maruti Suzuki S-Presso-এর অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনলে এপ্রিলে সর্বাধিক 61,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার ম্যানুয়াল ভ্যারিয়েন্টে 56,000 টাকা সাশ্রয়ের সুযোগ। S-Presso-এর সিএনজি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে 46,000 টাকার ডিসকাউন্ট।

Maruti Suzuki Celerio

অটোমেটিক গিয়ারবক্স যুক্ত Maruti Suzuki Celerio এই মাসে কিনলে সর্বোচ্চ 61,000 টাকার বেনিফিট পাওয়া যাবে। আবার ম্যানুয়াল ভ্যারিয়েন্টে মিলবে 56,000 টাকার ডিসকাউন্ট। আর গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 46,000 টাকা ছাড়।

Maruti Suzuki WagonR

দেশের হ্যাচব্যাক গাড়ির সেগমেন্টে Maruti Suzuki WagonR একটি অতি জনপ্রিয় মডেল। অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনলে বর্তমানে সর্বোচ্চ 61,000 টাকা সাশ্রয় করা যাবে। আর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে 56,000 টাক ছাড়। আবার সিএনজি ভ্যারিয়েন্টে উপলব্ধ 46,000 টাকা ডিসকাউন্ট।

Maruti Suzuki Swift

অটোমেটিক গিয়ারবক্স যুক্ত Maruti Suzuki Swift এ মাসে বাড়ি আনলে সর্বোচ্চ 42,000 টাকার বেনিফিট পাওয়া যাবে। আবার এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে মিলবে 37,000 টাকার ডিসকাউন্ট। যেখানে গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 22,000 টাকা ছাড়।

Maruti Suzuki Dzire

দেশের অন্যতম বেস্ট সেলিং সেডান গাড়ি Maruti Suzuki Dzire-এর অটোমেটিক ভ্যারিয়েন্ট এখন কিনলে সর্বোচ্চ 37,000 টাকা সাশ্রয় করা যাবে। এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে 32,000 টাকার ছাড়। আবার সিএনজি ভ্যারিয়েন্ট এ উপলব্ধ রয়েছে 7,000 টাকার ডিসকাউন্ট।

জানিয়ে রাখি, শহর ও ডিলারশিপ ভেদে মারুতি সুজুকির গাড়ির ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই নতুন চার চাকা কেনার প্ল্যান করলে আগে নিকটবর্তী শোরুম থেকে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Show Full Article
Next Story