Maruti Dzire: দেশের বেস্ট সেলিং সেডান 13397 টাকার EMI প্ল্যানে কিনে ফেলুন
ভারতের বৃহত্তম গাড়ি সংস্থা হিসেবে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র যথেষ্টই সুখ্যাতি রয়েছে। বর্তমানে দেশের সর্বাধিক...ভারতের বৃহত্তম গাড়ি সংস্থা হিসেবে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র যথেষ্টই সুখ্যাতি রয়েছে। বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ির মধ্যে পয়লা নম্বরে আছে Maruti Suzuki WagonR। এছাড়া সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেডান গাড়িটিও (Maruti Suzuki Dzire) কিন্তু মারুতি সুজুকির। হয়তো ইদানিং এসইউভি গাড়ির জনপ্রিয়তার বাড়বাড়ন্তে সেডান সেগমেন্টে খানিকটা ভাটা পড়েছে, তবুও প্রতি মাসে Maruti Suzuki Dzire সন্তোষজনক পরিমাণ গ্রাহকের খোঁজ পায়। আপনার যদি গাড়িটি কেনার পরিকল্পনা থাকে, তবে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Maruti Suzuki Dzire নগদ অর্থে কেনার বদলে বহু গ্রাহক ইএমআই-তে কিনতে আগ্রহী হন। এতে যেমন এককালীন আর্থিক চাপ থেকে মুক্তি মেলে, পাশাপাশি প্রতিমাসে সহজ কিস্তি দিয়ে সহজেই গাড়ির মালিক হয়ে যাওয়া যায়। এখানে নুন্যতম ডাউন পেমেন্ট, গড়পড়তা সুদের হার ও ৫ বছর লোন পরিশোধের সময়সীমা ধরে মাসিক কিস্তির পরিমাণ নিয়ে আলোচনা করা হল। যদিও বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ভিন্ন হওয়ার কারণে, মাসিক কিস্তির পরিমাণ আলাদা হতে পারে।
বর্তমানে Dzire মডেলটির দাম এক্স-শোরুম দাম ৬.২৪ লাখ টাকা থেকে শুরু করে ৯.১৮ লাখ টাকা পর্যন্ত। দিল্লিতে গাড়িটির অন-রোড দাম ৭.০৩ লক্ষ টাকা থেকে ১০.২৫ লক্ষ টাকা। এখন এর বেস LXI মডেল কিনতে চইলে এবং ৭০,০০০ টাকা ডাউনপেমেন্ট করলে ৯.৮% সুদের হার ধরে প্রতি মাসে ১৩,৩৯৭ টাকা ইএমআই দিতে হবে। তবে ডাউনপেমেন্ট পরিমাণের উপর নির্ভর করবে ইএমআই-এর পরিমাণ। আবার যদি ৯,৯৬,৪১৮ টাকা মূল্যে সবচেয়ে দামী ZXI CNG ভ্যারিয়েন্টটি কিনতে চইলে, ১ লাখ টাকা ডাউন পেমেন্টের পর ১৮,৯৫৮ টাকা মাসিক কিস্তি দিতে হবে।
Dzire একটি ১.২ লিটার ডুয়েলজেট K12N পেট্রল ইঞ্জিনে ছোটে। যা থেকে ৯০ বিএইচপি শক্তি ১১৩ এনএম টর্ক আউটপুট পাওয়া যায়। অটোমেটিক এবং ম্যানুয়াল উভয় ট্রান্সমিশনে বেছে নেওয়া যায় গাড়িটি। তবে AMT মডেলটির মাইলেজ তুলনামূলক বেশি। এক লিটার পেট্রলে ম্যানুয়াল গিয়ার বক্স সহ মডেলটির মাইলেজ ২৩.২৬ কিমি, যেখানে AMT মডেলটির মাইলেজ ২৪.১২ কিমি/লিটার।