অপেক্ষার অবসান! শীঘ্রই লঞ্চ হবে মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি, ফুল চার্জে চলবে 550 কিমি

নতুন গাড়ি-বাইক ও সেগুলির কনসেপ্ট প্রকাশ করা হয় Bharat Mobility Show- তে। এই অনুষ্ঠানেই নতুন ইলেকট্রিক Vitara গাড়ি প্রকাশ করবে Maruti Suzuki।

Suvrodeep Chakraborty 22 Dec 2024 1:39 PM IST

প্রথম ইলেকট্রিক গাড়ি আনছে দেশের সবথেকে বড় গাড়ি সংস্থা Maruti Suzuki। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে Bharat Mobility Show। সেখানেই নতুন ইলেকট্রিক Vitara গাড়ি উন্মোচন করবে সংস্থা। ইলেকট্রিক গাড়ির বাজারে মারুতির এই মডেলটি কেমন ছাপ ফেলে তার উপর নজর থাকবে সবার। ইতিমধ্যে এই দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে Tata Motors, Mahindra এবং Hyundai।

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের বিপণন ও বিক্রয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি জানিয়েছেন, “ইভি গ্রহণের ক্ষেত্রে একটি মূল বাধা হল গ্রহণযোগ্য চার্জিংয়ের অভাব। এই সমস্যাটি মোকাবেলা করার জন্য, আমরা ই-ভিটারার পাশাপাশি একটি নির্ভরযোগ্য এবং ব্যাপক ইভি ইকোসিস্টেম চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ। হোম চার্জিং সমাধানের পাশাপাশি, মারুতি সুজুকি ডিলারশিপ এবং পরিষেবা টাচপয়েন্টগুলিতে উপলব্ধ দ্রুত চার্জারগুলির একটি দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি করা লক্ষ্য নিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, আমাদের উদ্দেশ্যে হল ইভিগুলিকে সহজলভ্য, সুবিধাজনক এবং বিস্তৃত গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তোলা এবং ই ভিটারার মাধ্যমে আমরা ঠিক এটিই অর্জন করেছি।”

Maruti Suzuki e Vitara গাড়ির সম্ভাব্য রেঞ্জ ও ফিচার্স

Maruti Suzuki e Vitara-তে দুটি ব্যাটারি বিকল্প থাকবে বলে শোনা যাচ্ছে। উভয়ই লিথিয়াম আয়রন ফসফেট (LFP) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এই ব্যাটারি প্যাকগুলি চীনা ইভি জায়ান্ট BYD-এর একটি সহযোগী সংস্থা FinDreams থেকে নেওয়া হয়েছে এবং উন্নত ব্লেড সেল প্রযুক্তি ব্যবহার করে, যা এর নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার জন্য বিখ্যাত। প্রথম ব্যাটারি প্যাকটি হল 49 কিলোওয়াট আওয়ার, যা 140 হর্সপাওয়ার এবং 180 এনএম টর্ক তৈরি করতে পারবে। সঙ্গে মিলবে টু হুইল ড্রাইভ। দ্বিতীয় ব্যাটারি প্যাকটি হল 61 কিলোওয়াট আওয়ার। এটি 170 হর্সপাওয়ার শক্তি (2WD) এবং 178 হর্সপাওয়ার (4WD) শক্তি উৎপন্ন করতে পারে।

গাড়ির রেঞ্জ এখনও প্রকাশ করেনি মারুতি। যদিও ই-ভিটারা ফুল চার্জে প্রায় 550 কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে পাওয়া যাবে দ্রুত চার্জিং। গাড়ির বিস্তারিত বৈশিষ্ট্য শীঘ্রই প্রকাশ করতে চলেছে মারুতি সুজুকি। লং রেঞ্জ, নির্ভরযোগ্য ব্যাটারি এবং স্মার্ট ফিচার্স, এই গাড়িকে ইভি বাজারে অপ্রতিরোধ্য করে তুলবে কিনা সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story