স্পেস ও কমফোর্টে যে কোনও দামি গাড়িকে টেক্কা দিতে পারে মারুতি আর্টিগা (Matuti Ertiga)। জনপ্রিয়তার নিরিখে জুলাই মাসেও শীর্ষস্থান ধরে রাখল এই সাত আসনের মাল্টি-পারপাস ভেহিকেল। গত মাসে দেশের বেস্ট সেলিং সেভেন সিটার গাড়ির তকমা নিজের দখলে রেখেছে আর্টিগা। বিক্রির নিরিখে আর্টিগার পরেই দ্বিতীয় মাহিন্দ্রা স্করপিও (Mahindra Scorpio)। আর তিন নম্বরে টয়োটা ইনোভা (Toyota Innova)।
লং ড্রাইভের জন্য মারুতি আর্টিগা চালকদের অন্যতম পছন্দের। মারুতির ভরসা ও বিশ্বাসযোগ্যতা গাড়িটির বিক্রি দিন দিন বাড়িয়ে তুলছে। জুলাইয়ে আর্টিগার ১৫,৭০১ ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, গত বছর একই সময়ে ১৪,৩৫২টি আর্টিগা বেচেছিল মারুতি। ফলে চাহিদা বেড়েছে ৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্করপিওর ১২,৩৩৭টি মডেল বিক্রি হয়েছে গত মাসে। ২০২৩-এর জুলাইয়ের তুলনায় ১৬ শতাংশ বেশি বিক্রি হয়েছে এটি।
তৃতীয় সর্বাধিক বিক্রিত সেভেন সিটার গাড়ি হল টয়োটা ইনোভা। এছাড়া, প্রথম পাঁচে থাকা বাকি দুই মডেলের নাম হল মাহিন্দ্রা এক্সইউভি ৭০০ (Mahindra XUV700) এবং মাহিন্দ্রা বোলেরো (Mahidra bolero)। আর্টিগা বর্তমানে নয়টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। পেট্রল, সিএনজি, ম্যানুয়াল, এবং অটোমেটিক গিয়ারবক্স অপশন রয়েছে। কলকাতায় অন-রোড প্রাইস ১০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৫ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে।
প্রসঙ্গত, মারুতি সুজুকির গাড়ি আন-সেফ বলে দুর্নাম রয়েছে। সেই প্রথা বজায় রেখে সম্প্রতি গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টে দক্ষিণ আফ্রিকায় বিক্রিত মেড ইন ইন্ডিয়া আর্টিগা অ্যাডাল্ট এবং চাইল্ড সেফটি রেটিংয়ে যথাক্রমে একটি ও দু’টি স্টার পেয়েছে। তরে সাত বছর আগে পুরনো টেস্টিং প্রোটোকলে গ্লোবাল এনক্যাপ আর্টিগাকে থ্রি স্টার সেফটি রেটিং দিয়েছিল।