Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি
Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন গত বছর অটো এক্সপো-তে প্রথম...Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন গত বছর অটো এক্সপো-তে প্রথম প্রদর্শিত হয়েছিল। তারপর নিয়ার প্রোডাকশন সংস্করণটি এই বছরের শুরুতে Bharat Mobility Expo ইভেন্টে উন্মোচিত হয়। এখন জানা গিয়েছে, Maruti Suzuki eVX প্রোডাকশন রেডি মডেলটি 2025 সালের 17-22 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে আত্মপ্রকাশ করবে।
উল্লেখ্য, মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ি এই বছর বিশ্বজুড়ে উন্মোচিত হওয়ার কথা থাকলেও, নানা কারণে সেই পরিকল্পনা পিছিয়ে গিয়েছে। অটোকার ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারত মোবিলিটি এক্সপোর সঙ্গে মিশে যাওয়া অটো এক্সপো ইভেন্টে গাড়িটির আগমন ঘটবে। 2025 সালের প্রথমার্ধেই মার্কেট লঞ্চ হবে। তবে প্রাথমিকভাবে ইউরোপের বাজারকে গুরুত্ব দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত eVX গাড়িটির মাদার প্ল্যান্ট হবে। অর্থাৎ এদেশে মারুতি সুজুকির কারখানা থেকে সেটি বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে। গুজরাতে সুজুকি মোটরের কারখানায় উৎপাদনের সম্ভাবনা বেশি। ইউরোপের পাশাপাশি জাপানেও এক্সপোর্ট হবে গাড়িটি। বার্ষিক 1.5 লক্ষ ইউনিট প্রোডাকশনের প্ল্যান রয়েছে সংস্থার।
সাম্প্রতিক সময়ে ভারতের রাস্তায় একাধিকবার Maruti Suzuki eVX ক্যামফ্লেজ অবস্থায় দেখা গিয়েছে। এতে অল-এলইডি লাইটিং সেটআপ, কানেক্টেড-স্টাইল টেলল্যাম্প, অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিট্যান্স সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা, ও ডুয়েল স্ক্রিন থাকবে। 60 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে 550 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে।