অপেক্ষার অবসান, Maruti Suzuki-র প্রথম ইলেকট্রিক গাড়ি আসছে জানুয়ারিতে, 500 কিমি চলবে ফুল চার্জে

ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা Maruti Suzuki অবশেষে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসায় পা রাখতে চলেছে। ইন্দো-জাপানি...
SUMAN 11 Sept 2024 2:22 PM IST

ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা Maruti Suzuki অবশেষে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসায় পা রাখতে চলেছে। ইন্দো-জাপানি সংস্থাটি 2025 সালের জানুয়ারি মাসে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। দিল্লিতে গাড়ি ডিলারদের সংগঠন সিয়াম (SIAM)-এর একটি ইভেন্ট থেকে এই ঘোষণা করেছে তারা।

Maruti Suzuki EV লঞ্চ হবে 2025-এর জানুয়ারিতে

মারুতি সুজুকি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার Hisashi Takeuchi এদিন বলেন, তারা একটি হাই-স্পেসিফিকেশন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করবে, যা ফুল চার্জে 500 কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে। গাড়িটিতে 60 কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে।

Maruti Suzuki তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ইউরোপ ও জাপানে রপ্তানি করবে। এটি একটি মাঝারি আকারের এসইউভি হবে, যার কোডনাম eVx। ইতিমধ্যেই বিভিন্ন গাড়ি প্রদর্শনীতে এটি উন্মোচিত হয়েছে। দাম 15 লক্ষ টাকার (এক্স-শোরুম) বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে। গাড়িটির সঙ্গে Tata Curvv এর প্রতিযোগিতা চলবে।

আরও পড়ুন : পুজোর আগেই সুখবর, Samsung Galaxy A15 5G ফোনের দাম কমলো 2500 টাকা

শুধু ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা নয়, EV নিয়ে ক্রেতাদের যাবতীয় দুশ্চিন্তা কমাতে একগুচ্ছ সলিউশন নিয়ে আসার কথা জানিয়েছেন মারুতির আধিকারিক। এই ক্ষেত্রে কোম্পানির শক্তিশালী ও বিস্তৃত আফটার-সেল সাপোর্ট নেটওয়ার্কের সাহায্য নেওয়া হবে।

আরও পড়ুন : শোরুমে গেলে খালি হাতে ফিরে আসতে হবে, আচমকা দেশে এই বাইক বন্ধ করল Honda

Show Full Article
Next Story