ডিসেম্বরে ধামাকা অফার, মারুতির এই SUV প্রথমবারের জন্য ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
এই বছরে যেন নতুন রূপে ধরা দিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। পুরনো ইমেজ ঝেড়ে ফেলে একের পর এক অত্যাধুনিক মডেল লঞ্চ...এই বছরে যেন নতুন রূপে ধরা দিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। পুরনো ইমেজ ঝেড়ে ফেলে একের পর এক অত্যাধুনিক মডেল লঞ্চ করে বিক্রির নিরিখে SUV গাড়ির বাজারে শীর্ষস্থানে দখল করেছে। তাদের Fronx গাড়িটি ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলে দিয়েছে। এপ্রিলে লঞ্চ হওয়ার পর বর্ষশেষে এই প্রথম ক্রসওভার মডেলটির উপর ডিসকাউন্ট চালু করেছে মারুতি।
ডিসেম্বরে মারুতি সুজুকি ফ্রঙ্কস মিলছে ডিসকাউন্টে
এপ্রিলে ভারতের বাজারে পা রেখেছিল মারুতি ফ্রঙ্কস। সংস্থার বেস্ট-সেলিং প্রিমিয়াম হ্যাচব্যাক, Baleno-এর প্ল্যাটফর্মের উপরেই তৈরি হয়েছে ফ্রঙ্কস। ভারতে লঞ্চের পর প্রথমবারের জন্য গাড়িটিতে ডিসকাউন্ট দিচ্ছে মারুতি। বর্তমানে ফ্রঙ্কসের দাম শুরু হয়েছে ৭.৪৬ লাখ টাকা থেকে (এক্স শোরুম)।
মারুতি সুজুকি ফ্রঙ্কস মোট পাঁচটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এগুলি হল- Sigma, Delta, Delta Plus, Zeta এবং Alpha। পেট্রোল এবং সিএনজি অপশন রয়েছে ক্রেতাদের জন্য। ছাড়ের কথা বলতে গেলে ফ্রঙ্কস পেট্রোলে ২৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। এরমধ্যে থাকছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এই অফার চালু থাকবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।
Maruti Suzuki Fronx: ইঞ্জিন স্পেসিফিকেশন
মারুতি সুজুকি ফ্রঙ্কস ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন আর ১.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিনে পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি সর্বোচ্চ ৮৯ বিএইচপি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। অন্যদিকে, আরও শক্তিশালী টার্বোচার্ডড ইঞ্জিনের পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৯৯ বিএইচপি এবং ১৪৭ এনএম। ফ্রঙ্কসের সিগমা এবং ডেল্টা ভ্যারিয়েন্টে সিএনজি কিট সংযুক্ত রয়েছে। সিএনজি ভার্সনের দাম শুরু হয়েছে ৮.৪১ লাখ টাকা (এক্স শোরুম) থেকে।