Maruti Suzuki Fronx: চাঁদের পাহাড়ের দেশে পাড়ি জমাল মারুতি সুজুকির ব্র্যান্ড নিউ SUV

গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্ণিত "চাঁদের পাহাড়"র দেশে পাড়ি জমাল Maruti Suzuki-র নতুন এসইউভি Fronx। বর্তমানে...
techgup 16 Aug 2023 8:37 PM IST

গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্ণিত "চাঁদের পাহাড়"র দেশে পাড়ি জমাল Maruti Suzuki-র নতুন এসইউভি Fronx। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় এই এসইউভির দাম দক্ষিণ আফ্রিকায় ২.৭৯ লাখ র‌্যান্ড থেকে শুরু হচ্ছে। ভারতীয় মুদ্রায় য প্রায় ১২.২০ লাখ টাকা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ফ্রঙ্কস কিন্তু "সুজুকি" নামের আড়ালেই বিক্রি করা হবে। সংস্থার যে তিনটি গাড়ি স দেশে লঞ্চ করার পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে প্রথমটি হলো ফ্রঙ্কস। এরপর একে একে দক্ষিণ আফ্রিকায় আসতে চলেছে XL6 এবং ফাইভ-ডোর Jimny।

Maruti Suzuki Fronx: ইঞ্জিন স্পেসিফিকেশন

দক্ষিণ আফ্রিকায় মারুতি সুজুকি ফ্রঙ্কস দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে - GL এবং GLX। ভ্যারিয়েন্ট আলাদা হলেও ইঞ্জিন অপশন কিন্তু থাকছে একটিই। আর সেটি হল ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন। ট্রান্সমিশন অপশন হিসেবে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের পাশাপাশি থাকছে ফোর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। ইঞ্জিনটি সর্বোচ্চ ১০৩ বিএইচপি ক্ষমতা এবং সর্বাধিক ১৩৮ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ফ্রঙ্কস এর ভারতীয় সংস্করণে দুটি ভিন্ন ধরনের ইঞ্জিনের অপশন উপলব্ধ রয়েছে। একটি সাধারণ ১.২ লিটারের পেট্রোল মডেল। আর অন্যটি ১.০ লিটারের বুস্টারজেট ইঞ্জিন। স্বাভাবিকভাবেই বুস্টার জেট ইঞ্জিনের পাওয়ার ও টর্ক অনেকটাই বেশি। সেই জন্য পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে এটি।

Maruti Suzuki Fronx: বৈশিষ্ট্য

দক্ষিণ আফ্রিকায় লঞ্চ করা ফ্রঙ্কস তার ভারতীয় মডেলের সঙ্গে ডিজাইন ও অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে বিচার করলে সম্পূর্ণরূপে অভিন্ন। এই প্রিমিয়াম এসইউভিতে এলইডি লাইট, ১৬ ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাওয়া যায়। মোট ছয়টি কালার স্কিমে মিলবে এটি। এর মধ্যে রয়েছে তিনটি ডুয়েল টোন কালার। গাড়ির উপরের ছাদ কালো রঙের।

ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল, ক্রুজ কন্ট্রোল, রিভার্স ক্যামেরা, অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সহ ৭ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে অন্দরমহলে। তবে এর টপ মডেল অর্থাৎ GLX ভ্যারিয়েন্টে চাবি ছাড়া ইঞ্জিন চালু করার অপশন, হেডআপ ডিসপ্লে, ৪.২ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জার ইত্যাদির মত অতিরিক্ত বৈশিষ্ট্য বর্তমান।

Show Full Article
Next Story