Maruti Suzuki Fronx: 80,000 দিলেই মারুতির নতুন SUV আপনার বাড়ি, এই স্কিম জানেন তো

সদ্য ভারতের এসইউভি গাড়ির দুনিয়ায় নতুন সদস্য হিসেবে হাজির হয়েছে Maruti Suzuki Fronx। কম্প্যাক্ট এসইউভি মডেলটি Tata Punch ও Citroen C3-এর সাথে সম্মুখ সমরে নামবে।…

সদ্য ভারতের এসইউভি গাড়ির দুনিয়ায় নতুন সদস্য হিসেবে হাজির হয়েছে Maruti Suzuki Fronx। কম্প্যাক্ট এসইউভি মডেলটি Tata Punch ও Citroen C3-এর সাথে সম্মুখ সমরে নামবে। Baleno-এর উপর ভিত্তি করে আসা গাড়িটিতে রয়েছে একটি ১.২ লিটার NA পেট্রোল মোটর। যা থেকে ৯০ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার একটি ১.০ লিটার বুস্টারজেট টার্বো-পেট্রোল ইঞ্জিনেও উপলব্ধ গাড়িটি। যার আউটপুট ১০০ পিএস / ১৪৭.৬ এনএম টর্ক। এটি ম্যানুয়াল এবং অটোমেটিক – উভয় ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়।

মারুতি সুজুকি ফ্রঙ্কস-এর দাম ৭.৪৬ লক্ষ টাকা থেকে ১৩.১৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। এখন বিষয় হচ্ছে, গাড়িটি অনেকেই নগদ অর্থে কেনার বদলে মাসিক কিস্তির বিকল্পে খরিদ করার পরিকল্পনা করছেন। সে ক্ষেত্রে কত টাকা ডাউনপেমেন্ট করলে ইএমআই-এর পরিমাণ কত দাঁড়াবে, এই নিয়ে প্রশ্নের অন্ত নেই। আজকের এই প্রতিবেদনে গাড়িটি লোনে কেনার ক্ষেত্রে যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করা হল।

এক্ষেত্রে জানিয়ে রাখি, ব্যাঙ্ক বিশেষে সুদের হারের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। আবার লোন পরিশোধের সময়সীমা ক্রেতা নিজের পছন্দমত বেছে নিতে পারেন। সেক্ষেত্রে ইএমআই-এর পরিমাণ অনেকটাই হেরফের হতে দেখা যায়। এক্ষেত্রে লোন পরিশোধের সময়সীমা ৫ বছর এবং সুদের হার ১০% ধরে আলোচনা করা হল।

Maruti Suzuki Fronx ১.২ লিটার NA পেট্রোল

১.২ লিটার সাধারণ পেট্রোল ইঞ্জিন সহ গাড়িটি পাঁচটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। Sigma, Delta, Delta+, Delta AMT ও Delta+ AMT। এদের অন-রোড প্রাইস যথাক্রমে ৮.৩৯ লাখ টাকা, ৯.৩৪ লাখ টাকা, ৯.৭৮ লাখ টাকা, ৯.৯৫ লাখ টাকা ও ১০.৩৯ লাখ টাকা। Fronx Sigma ভ্যারিয়েন্টটি কিনতে চাইলে যদি ৮০,০০০ টাকা ডাউনপেমেন্ট করা হয়, সেক্ষেত্রে প্রতি মাসে ইএমআই-এর পরিমাণ দাঁড়াবে ১৬,১২৬ টাকা। আবার টপ-এন্ড মডেল Delta+ AMT-এর জন্য ১.০৪ লক্ষ টাকা এককালীন জমা করলে প্রতি মাসে ১৯,৮৭৩ টাকা ইএমআই গুনতে হবে।

অন্যদিকে, Maruti Suzuki Fronx এর ১.০ লিটার টার্বো পেট্রল মডেলের Delta+ ট্রিমের অন রোড প্রাইস ১০.৮৩ লক্ষ টাকা। এটি বাড়ি নিয়ে আসার ক্ষেত্রে ১.০৮ লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে ২০,৭০৬ টাকা ইএমআই দিতে হবে। আর টপ-স্পেক ভ্যারিয়েন্ট Alpha ATdual tone কেনার জন্য যদি ১.৫১ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করলে, সে ক্ষেত্রে মাসে মাসে ২৮,৯১৬ টাকা সুদ মেটাতে হবে।