আড়াই লাখের গ্রাহকসংখ্যা স্পর্শ করল মারুতির হাইব্রিড গাড়ি
লঞ্চ হওয়ার পর ২.৫ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শ করল Maruti Suzuki Grand Vitara। কোম্পানির অন্যতম সেরা SUV গাড়ি এটি।
২০২২ সালে লঞ্চ হয় Maruti Suzuki Grand Vitara। লঞ্চ হওয়ার পর গাড়ির ২.৫ লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন অতিক্রম করল সংস্থা। দেশে গাড়ির বাজারে আরও একটি পালক জুড়ল মারুতি সুজুকির মুকুটে। এটি যে কোম্পানির অন্যতম জনপ্রিয় SUV, তা প্রমাণিত হল। কারণ মাঝারি আকারের SUV হিসাবে Grand Vitara সবথেকে দ্রুত ১ লক্ষ এবং ২ লক্ষ বিক্রির মাইলস্টোন ছুঁয়েছে।
উল্লেখ্য, পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মারুতি গ্র্যান্ড ভিতারা মোট বিক্রির পরিমাণ ২.৫ লক্ষ স্পর্শ করেছে। গত মাসে এই গাড়ির ১০,১৪৮টি ইউনিট বিক্রি করেছে মারুতি। চলতি বছর প্রথম দিকে ২ লক্ষ বিক্রির মাইলফলক অতিক্রম করে সংস্থা। অতিরিক্ত ৫০ হাজার ইউনিট বিক্রি করতে চার মাসের বেশি সময় নিল মারুতি।
মারুতি সুজুকির প্রিমিয়াম আউটলেট Nexa দ্বারা বিক্রি করা হয় এই গাড়ি। এতে রয়েছে ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম এবং স্মার্ট হাইব্রিড ভ্যারিয়েন্ট। এটি উপলব্ধ জেটা প্লাস বা আলফা প্লাস ভ্যারিয়েন্টে। ইঞ্জিন ক্যাপাসিটি ১.৫ লিটার পেট্রল, যা ৯২.৪৫ পিএস শক্তি এবং ১২২ এনএম টর্ক তৈরি করে। ট্রান্সমিশন ই-সিভিটি এবং ড্রাইভের ধরন টু হুইল ড্রাইভ।
গাড়িতে রয়েছে যে ইলেকট্রিক ব্যাটারি রয়েছে তার সর্বোচ্চ শক্তি ৫৯ কিলোওয়াট এবং টর্ক ১৪১ এনএম। গাড়ির স্মার্ট হাইব্রিড ভ্যারিয়েন্ট সর্বোচ্চ ১০৩ পিএস শক্তি এবং ১৩৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এটি টু হুইল এবং অল হুইল ড্রাইভ অপশনেও পাওয়া যাবে।
মারুতি গ্র্যান্ড ভিটারা CNG বিকল্পেও মজুত। রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন ও CNG ট্যাংক। সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। ভারতে বর্তমানে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার দাম ১০.৯৯ লাখ থেকে ২০.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটির CNG মডেলের দাম শুরু ১৩.১১ লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)।
লঞ্চ হওয়ার পর ২.৫ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শ করল Maruti Suzuki Grand Vitara। কোম্পানির অন্যতম সেরা SUV গাড়ি এটি।