এই গাড়ি ডেলিভারি দিতে গিয়ে লেজেগোবরে Maruti, প্রায় দেড় লাখ অর্ডার জমে
গত বছর মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড বা এমএসআইএল (MSIL) ভারতের বাজারে তাদের নতুন এসইউভি (SUV) Grand Vitara লঞ্চ করেছিল।...গত বছর মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড বা এমএসআইএল (MSIL) ভারতের বাজারে তাদের নতুন এসইউভি (SUV) Grand Vitara লঞ্চ করেছিল। জুলাই থেকে বুকিং গ্রহণ শুরু হয়েছিল। গত জানুয়ারি পর্যন্ত গাড়িটির ৩২,০০০ ইউনিট বিক্রির খবর জানিয়েছিল ইন্দো-জাপানি সংস্থাটি। ঠিক তার পরের মাসে ৯,১৮৩ ইউনিট এবং মার্চে বিক্রির সংখ্যাটি বেড়ে হয়েছিল ১০,০৪৫ ইউনিট। এদিকে গ্র্যান্ড ভিতারার জমে থাকা বুকিংয়ের পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হতে পারে। যা ১.৪০ লক্ষের অধিক।
Maruti Suzuki Grand Vitara-এর বুকিং ১.৪০ লাখ পার করেছে
গত মাসে Mahindra Scorpio ও Kia Seltos-দের পেছনে ফেলে নিজের নাম এগিয়ে নিয়ে গিয়েছিল মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা। বিক্রির নিরিখে মাঝারি আকারের এসইউভি-টি বর্তমানে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত মডেল। Hyunda Creta-র পরই স্থান পেয়েছে এটি। মারুতি সুজুকি তাদের নেক্সা ডিলারশিপ থেকে এই ফাইভ-সিটার গাড়িটির ৫০,০০০-এর বেশি ইউনিট ডিসপ্যাচ করেছে। এতে এসইউভি বাজারে সংস্থার মার্কেট শেয়ার বাড়াতে সহায়তা হতে পারে।
Maruti Suzuki Grand Vitara ডেলিভারি পেতে ছয় মাস অপেক্ষা করতে হবে
এবছর ফেব্রুয়ারি পর্যন্ত Grand Vitara-র বুকিং ১.২০ লক্ষ ইউনিট পার করেছিল। এবছর মার্চের শেষে যা ১.৪০ লক্ষ পার করে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে বাজারে এর চাহিদা কত বেশি। বর্তমানে বুকিং করার পর গাড়িটির কয়েকটি ভ্যারিয়েন্টের চাবি হাতে পেতে প্রায় ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ক্রেতাদের।
Maruti Suzuki Grand Vitara ভ্যারিয়েন্ট ও দাম
Toyota Urben Cruiser Hyryder-এর রিব্যাজ মডেল হিসেবে আসা Maruti Suzuki Grand Vitara-এর বেস মডেলটির বর্তমান বাজার মূল্য ১০.৫৭ লক্ষ টাকা। এবং এর টপ-রেঞ্জ ভ্যারিয়েন্টটির দাম ১৯.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি ১৭টি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। বর্তমানে এই সেগমেন্টের দ্বিতীয় মডেল হিসেবে গাড়িটি মিল্ড হাইব্রিড, একটি স্ট্রং হাইব্রিড ও একটি সিএনজি পাওয়ারট্রেন বিকল্পে বেছে নেওয়া যায়।
Maruti Suzuki Grand Vitara ইঞ্জিন ও মাইলেজ
Maruti Suzuki Grand Vitara-এর ১.৫ লিডার মাইল্ড হাইব্রিড ফোর সিলিন্ডার K15C পেট্রোল ইঞ্জিনের সাথে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সিক্স স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ইউনিট। আবার ১.৫ লিটার থ্রি সিলিন্ডার অ্যাটকিনসন সাইকেল TNGA স্ট্রং হাইব্রিড পেট্রল মিল সহ বেছে নেওয়া যায় গাড়িটি। এক লিটার জ্বালানিতে গাড়িটি ২৮ কিলোমিটার মাইলেজ দেয় বলে দাবি সংস্থার।