Maruti Grand Vitara: মাইলেজের রাজা মারুতির প্রথম হাইব্রিড গাড়ি লঞ্চ হচ্ছে কাল, দাম কত হবে?

ভারতীয়দের অপেক্ষার অবসান ঘটিয়ে Grand Vitara লঞ্চ হবে আগামীকাল। জুলাইয়ে আত্মপ্রকাশের পর থেকেই বুকিংয়ে ঝড় তুলেছিল এটি।...
techgup 25 Sept 2022 6:15 PM IST

ভারতীয়দের অপেক্ষার অবসান ঘটিয়ে Grand Vitara লঞ্চ হবে আগামীকাল। জুলাইয়ে আত্মপ্রকাশের পর থেকেই বুকিংয়ে ঝড় তুলেছিল এটি। ইতিমধ্যেই অর্ডার ৫৩,০০০ ছাড়িয়েছে। ফলে বাজারে পা রাখার আগেই দেশবাসীর সবচেয়ে পছন্দের হাইব্রিড গাড়ি হয়ে উঠেছে এটি। স্ট্রং হাইব্রিড মডেলের বরাত ২২,০০০ এর বেশি। আবার মাইল্ড হাইব্রিড মডেলটি ৩০,০০০-এর বেশি গ্রাহক পছন্দ করেছেন। এবার প্রশ্ন হল, গাড়িটির দাম কত হবে?

Maruti Suzuki Grand Vitara -র বুকিং ১১,০০০ টাকায় করা যাচ্ছে। ডেলিভারি শুরু হবে অক্টোবর থেকে। নির্দিষ্টভাবে বললে দিওয়ালির আগে। গাড়িটির বেস ভ্যারিয়েন্টের দাম ১০ লক্ষ টাকার নীচে থাকবে। আর স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম ২০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দেশে বিক্রিত এসইউভিগুলির মধ্যে সেরা মাইলেজ দেবে এটি। লিটার প্রতি ২৯.৭১ কিমি পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে।

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা দু’রকম ইঞ্জিন অপশনে উপলব্ধ হবে — ১.৫ লিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন এবং ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড ইঞ্জিন। প্রথমটি ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক উৎপন্ন করবে। প্রতি লিটার তেল পুড়িয়ে ২১.১১ কিমি চলতে পারবে। আর দ্বিতীয় মডেলটির আউটপুট ১১৬ পিএস এবং ১২২ এনএম। ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স বিকল্প হিসাবে থাকছে। যদিও অল-হুইল ড্রাইভের সুবিধা কেবল ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা ফিচার্সে ঠাসা থাকবে। যেমন প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার, হেড আপ ডিসপ্লে, , অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট-সহ ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, রিয়ার এসি ভেন্টস, ফ্রন্ট ভেন্টিলেটেড সিট, কিলেস এন্ট্রি, কানেক্টেড কার টেক, প্রভৃতি।

Show Full Article
Next Story