Maruti Suzuki Grand Vitara: মারুতির নয়া SUV আজ গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে, দাম কত হবে, ফিচারই বা কেমন, দেখুন এক ক্লিকে

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই জল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হতে চলেছে Maruti Suzuki Grand Vitara। এটি মারুতির...
techgup 20 July 2022 12:19 PM IST

আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই জল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হতে চলেছে Maruti Suzuki Grand Vitara এটি মারুতির ব্র্যান্ড-নিউ ফ্ল্যাগশিপ এসইউভি মডেল হিসাবে বাজারে আসবে। আজ পর্দাফাঁস হলেও আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে আগস্টে। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং। মারুতির ওয়েবসাইট বা শোরুমে গিয়ে ১১,০০০ টাকা জমা করতে হবে এর জন্য। Maruti Suzuki Grand Vitara সর্ম্পকে জেনে নেওয়া যাক পাঁচ তথ্য, যা নিয়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ পড়ছে।

১. Nexa শোরুমে পাবেন এই গাড়ি

মারুতি সুজুকি গ্রান্ড ভিতারা সংস্থার প্রিমিয়াম নেক্সা ডিলারশিপ থেকে বিক্রি করা হবে। এটি সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল, যা পুরনো S-Cross মডেলকে রিপ্লেস করবে।

২. প্রোডাকশন ও প্ল্যাটফর্ম

আগস্ট থেকে নতুন ভিতারা টয়োটার বিদাদি কারখানায় উৎপাদিত হবে। কারণ টয়োটা ও সুজুকি যৌথ ভাবে গাড়িটি তৈরি করেছে‌‌। ফলে দু’টি সংস্থার কাছেই নিজস্ব ভার্সন আছে। যেমন টয়োটা ইতিমধ্যেই Urban Cruiser hyryder সামনে এসেছে। আবার এরই মারুতি ভার্সন হল Grand Vitara। ফলে দুই গাড়ির মধ্যে থাকা স্বাভাবিক। তবে আলাদা পরিচিতি গড়ে তুলতে কিছু জায়গায় অদল বদলের পথে হাঁটবে মারুতি সুজুকি‌।

৩. ইঞ্জিন অপশন

টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার মডেলের মতো এটিও দুই ইঞ্জিন অপশনে আসবে - মাইল্ড হাইব্রিড প্রযুক্তি সহ সুজুকির ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন ও শক্তিশালী হাইব্রিড টেক-সহ টয়োটার ১.৫ লিটার থ্রি সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। ব্রেজার মতো প্রথম ইঞ্জিনটি ১০১ হর্সপাওয়ার ও ১৩৬.৮ এনএম টর্ক উৎপন্ন করবে। গিয়ারবক্সের মধ্যে ফাইভ স্পিড ম্যানুয়াল ও সিক্স স্পিড অটোমেটিক বিকল্প থাকবে।

৪. বিশেষ ফিচার

এই কম্প্যাক্ট এসইউভিতে সেগমেন্টের সবচেয়ে বড় প্যানোরমিক সানরুফ থাকতে চলেছে‌। অর্থাৎ সামনের পাশাপাশি পিছনের দিক আরও বেশি জায়গা জুড়ে সানরুফ বিস্তৃত থাকবে। যা খুললে ভেতরে আরও বেশি প্রাকৃতিক হাওয়া ও আলো প্রবেশ করবে৷ প্রসঙ্গত, পূর্বে মারুতির প্রথম গাড়ি হিসাবে সানরুফ ফিচার পেয়েছে নতুন প্রজন্মের Brezza। এছাড়া, অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের তালিকায় দেখা যাবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইভি মোড, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটমেন্ট সিস্টেম, ভেন্টিলেটেড সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, এয়ার ফিল্টার, প্রভৃতি।

৫. দাম ও প্রতিপক্ষ

মারুতি সুজুকি গ্রান্ড ভিতারার দাম শুরু হতে পারে ৯ লাখ ৫০ হাজার টাকা (এক্স-শোরুম) থেকে। আসলে সম্প্রতি গাড়িটির মাইক্রো সাইটের সোর্স কোড থেকে এই বিষয়ে জানা গিয়েছে। তবে শক্তিশালী হাইব্রিড সংস্করণের দাম ১৮ লাখ থেকে শুরু হবে বলে অনুমান। গাড়িটি বাজারে প্রতিপক্ষ রূপে Hyundai Creta, Kia Seltos, MG Astor, এবং Skoda Kushaq মডেলকে পাবে।

Show Full Article
Next Story