অফার আর মাত্র কয়েক দিনের জন্য, Maruti-র গাড়ি 54,000 টাকার বাম্পার ছাড়ে কিনে ফেলুন

২০২২-২৩ অর্থবর্ষের আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১লা এপ্রিল থেকেই আগামী অর্থবর্ষ চালু হতে চলেছে। তার আগেই পুরানো স্টক...
SUMAN 13 March 2023 7:13 PM IST

২০২২-২৩ অর্থবর্ষের আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১লা এপ্রিল থেকেই আগামী অর্থবর্ষ চালু হতে চলেছে। তার আগেই পুরানো স্টক খালি করার উদ্দেশ্যে বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত নানা সংস্থা এই সময় অনেক ধরনের অফার নিয়ে হাজির হওয়ার ঘটনার সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল আমরা। ঠিক যেমন এদেশের সবচেয়ে বড় গাড়ি বিক্রেতা মারুতি সুজুকি (Maruti Suzuki)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মারুতির নেক্সা (Nexa) ডিলারশিপের অন্তর্গত বেশ কিছু গাড়িতে সর্বোচ্চ ৫৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট নিলছে। তালিকায় রয়েছে Ignis, Ciaz এবং Baleno-র নাম। অফারটি আগামী ২৩ শে মার্চ পর্যন্ত চালু থাকবে। উল্লেখ্য, স্থান ও ডিলারশিপ ভেদে এই ডিসকাউন্ট এর পরিমাণ কম-বেশি হতে পারে। তাই সুনির্দিষ্ট অফার প্রসঙ্গে নিকটবর্তী ডিলারের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।

Maruti Suzuki Ignis (৫৪,০০০ টাকা পর্যন্ত)

মারুতি সুজুকির নেক্সা শোরুমে বিক্রি করা এন্ট্রি লেভেল প্রিমিয়াম হ্যাচব্যাক মডেল হল ইগনিস। গাড়িটির ম্যানুয়াল ভ্যারিয়েন্টের উপর সর্বোচ্চ ৫৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে মারুতি। এছাড়াও, ৩৫,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৪,০০০ টাকার কর্পোরেট বেনিফিট পাবেন ক্রেতারা।

অন্যদিকে গাড়িটির অটোমেটিক ভ্যারিয়েন্টে সর্বাধিক ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে গ্রাহকরা মোট ৩৪,০০০ টাকার সুযোগ-সুবিধা পাবেন বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে ।

Maruti Suzuki Baleno (৩৫,০০০ টাকা পর্যন্ত)

মারুতি সুজুকি নেক্সা ডিলারশিপ এই প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটির উপর চলতি মাসে ৩৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে বলে জানা গিয়েছে। তবে মনে রাখবেন এই অফার কেবলমাত্র ম্যানুয়াল ভ্যারিয়েন্ট এর উপরেই উপলব্ধ। সিএনজি এবং অটোমেটিক ভ্যারিয়েন্ট অফারের আওতার বাইরে। প্রসঙ্গত মারুতি সুজুকি ব্যালেনোতে রয়েছে ৯০ হর্সপাওয়ার শক্তি যুক্ত ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন।

Maruti Suzuki Ciaz (২৮,০০০ টাকা পর্যন্ত)

২০২৩ এর মার্চ মাসে মারুতি সুজুকির নেক্সা সাব-ব্র্যান্ডের ছত্রছায়ায় থাকা এই সেডান গাড়িটির উপরেও ২৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপলব্ধ। এই ছাড় ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ভ্যারিয়েন্টের উপরেই মিলবে। গ্রাহকরা মারুতি সুজুকি সিয়াজ গাড়িটির উপর এক্সচেঞ্জ অফার ও কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে যথাক্রমে ২৫,০০০ টাকা ও ৩,০০০ টাকার ছাড় পাবেন।

Show Full Article
Next Story