Maruti Suzuki: মধ্যবিত্তদের গাড়ি কেনার স্বপ্ন পূরণে মারুতির নতুন উদ্যোগ

ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (Maruti Suzuki India Limited বা MSIL) ক্রেতাদের গাড়ি কেনার স্বপ্নপূরণ করতে নতুন পদক্ষেপ গ্রহণ করল। দেশের…

ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (Maruti Suzuki India Limited বা MSIL) ক্রেতাদের গাড়ি কেনার স্বপ্নপূরণ করতে নতুন পদক্ষেপ গ্রহণ করল। দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্কিং প্রতিষ্ঠান আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC FIRST Bank)-এর সাথে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে ইন্দো-জাপানি সংস্থাটি। এর ফলে মারুতির গাড়ি কিনতে ইচ্ছুক ব্যক্তিদের সুবিধামতো ঋণ অফার করবে ব্যাঙ্কটি। যার আওতায় নতুন বা সেকেন্ড হ্যান্ড, অথবা বাণিজ্যিক গাড়ি কেনার জন্যও লোন মিলবে।

Maruti Suzuki ও IDFC FIRST Bank হাত মেলালো

চুক্তি অনুযায়ী, দেশব্যাপী সমস্ত ক্রেতাদের গাড়ি কেনার জন্য লোন প্রদান করবে সংস্থাদ্বয়। এই প্রসঙ্গে এমএসআইএল-এর কর্ণধার শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “আমরা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সাথে হাত মেলাতে পেরে উচ্ছ্বসিত। এরফলে ক্রেতারা আকর্ষণীয় ফাইন্যান্স অপশনে গাড়ি কিনতে পারবেন।”

শ্রীবাস্তব যোগ করেন, “নির্ঝঞ্ঝাট এবং আরামদায়ক লোনের বিকল্প ক্রেতাদের অফার করা আমাদের লক্ষ্য। এই জোটের মাধ্যমে যার পথ প্রশস্ত হয়েছে।” অন্যদিকে, IDFC FIRST Bank-এর সিওও মাধিভানান বালাকৃষ্ণান বলেন, “আমরা মারুতি সুজুকির সাথে জোট বাঁধতে পেরে আপ্লুত। উদ্ভাবনী লোন অফারের মাধ্যমে আমরা ক্রেতাদের গাড়ি কেনা ও ফাইন্যান্সিংয়ের অভিজ্ঞতা বাড়াবো। ব্যাঙ্ক হিসেবে আমরা সব সময় সর্বপ্রথম আমাদের ক্রেতাদের কথা চিন্তা করি।”

তিনি জানান, সমগ্র দেশে তাদের ব্যাঙ্কের ৭০০+ শাখার মাধ্যমেএই পরিষেবা দেওয়া হবে। এই জোটের মাধ্যমে মারুতি সুজুকি তাদের আরও বেশি লোনের বিকল্প ক্রেতাদের সামনে মেরে ধরতে পারবে। এর ফলে ভারতের অটোমোবাইল শিল্পে মারুতি সুজুকির স্থান আরও কয়েক ধাপ উপরে উঠবে বলেই আশাবাদী ব্যাঙ্কিং পরিষেবা প্রদানকারী সংস্থাটি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন