Maruti-র মগজাস্ত্রে ঘায়েল টয়োটা ফর্চুনার, ঝড়ের মতো উড়িয়ে প্রথম মাসেই 10,000 বুকিং

ভারতের প্যাসেঞ্জার গাড়ির বৃহত্তম নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি নতুন প্রিমিয়াম এমপিভি লঞ্চ করেছে। যার নাম – Maruti Suzuki Invicto। এটি…

ভারতের প্যাসেঞ্জার গাড়ির বৃহত্তম নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি নতুন প্রিমিয়াম এমপিভি লঞ্চ করেছে। যার নাম – Maruti Suzuki Invicto। এটি Toyota Innova Hycorss-এর রিব্যাজ ভার্সন। এদেশে গাড়িটির দাম ২৪.৭৯ লক্ষ থেকে ২৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। প্রথম মাসেই গাড়িটির ৭৫০-এর বেশি ইউনিট বিক্রির কথা জানালো সংস্থা। আবার Invicto-র বুকিং ইতিমধ্যেই ১০,০০০ পার করেছে। ফলে ইনোভা ও ফর্চুনার এর মতো বড় এসইউভিকে রীতিমতো ধাক্কা দিয়েছে গাডিটি।

Maruti Suzuki Invicto : ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম

জানিয়ে রাখি, Maruti Suzuki Invicto তিনটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – Zeta+ 7 seater, Zeta+ 8 seater ও Alpha+ 7 seater। এদের দাম যথাক্রমে ২৪.৭৯ লক্ষ, ২৪.৮৪ লক্ষ ও ২৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Invicto : ইঞ্জিন ও গিয়ারবক্স

মারুতি সুজুকি ইনভিক্টো ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক হাইব্রিড সিস্টেম সহ ২.০ লিটার ফোর সিলিন্ডার, হাইব্রিড পেট্রোল ইঞ্জিন পেয়েছে। ইঞ্জিন ও মোটরের সম্মিলিত ক্ষমতা ১৮৪ এইচপি এবং ১৮৮ এনএম।
প্রতি ঘন্টায ০ থেকে ১০০ কিমি গতি তুলতে ৯.৫ সেকেন্ড সময় বলাগবে বলে দাবি করেছে মারুতি সুজুকি। লিটার পিছু মাইলেজ মিলবে ২৩.২৪ কিমি।পাওয়ারট্রেনের সাথে সংযুক্ত ই-সিভিটি গিয়ারবক্স।

Maruti Suzuki Invicto: ফিচার্স ও সেফটি

বৈশিষ্ট্য হিসেবে মারুতি সুজুকি ইনভিক্টো পেয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার-প্লে সমেত একটি ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং ইত্যাদি। কিন্তু এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম অনুপস্থিত, যা Innova Hycross-এ আছে। সুরক্ষাজনিত ফিচারের তালিকায় রয়েছে ছয়টি এয়ারব্যাগ, অটো হোল্ড সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, হিল হোল্ড অ্যাসিস্ট, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, থ্রি-পয়েন্ট সিটবেল্ট, ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কোরেজ ইত্যাদি।