Maruti-র মগজাস্ত্রে ঘায়েল টয়োটা ফর্চুনার, ঝড়ের মতো উড়িয়ে প্রথম মাসেই 10,000 বুকিং

ভারতের প্যাসেঞ্জার গাড়ির বৃহত্তম নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি নতুন প্রিমিয়াম...
SUMAN 9 Aug 2023 8:13 AM IST

ভারতের প্যাসেঞ্জার গাড়ির বৃহত্তম নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) জুলাইয়ের প্রথম সপ্তাহে একটি নতুন প্রিমিয়াম এমপিভি লঞ্চ করেছে। যার নাম – Maruti Suzuki Invicto। এটি Toyota Innova Hycorss-এর রিব্যাজ ভার্সন। এদেশে গাড়িটির দাম ২৪.৭৯ লক্ষ থেকে ২৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। প্রথম মাসেই গাড়িটির ৭৫০-এর বেশি ইউনিট বিক্রির কথা জানালো সংস্থা। আবার Invicto-র বুকিং ইতিমধ্যেই ১০,০০০ পার করেছে। ফলে ইনোভা ও ফর্চুনার এর মতো বড় এসইউভিকে রীতিমতো ধাক্কা দিয়েছে গাডিটি।

Maruti Suzuki Invicto : ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম

জানিয়ে রাখি, Maruti Suzuki Invicto তিনটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – Zeta+ 7 seater, Zeta+ 8 seater ও Alpha+ 7 seater। এদের দাম যথাক্রমে ২৪.৭৯ লক্ষ, ২৪.৮৪ লক্ষ ও ২৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Invicto : ইঞ্জিন ও গিয়ারবক্স

মারুতি সুজুকি ইনভিক্টো ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক হাইব্রিড সিস্টেম সহ ২.০ লিটার ফোর সিলিন্ডার, হাইব্রিড পেট্রোল ইঞ্জিন পেয়েছে। ইঞ্জিন ও মোটরের সম্মিলিত ক্ষমতা ১৮৪ এইচপি এবং ১৮৮ এনএম।
প্রতি ঘন্টায ০ থেকে ১০০ কিমি গতি তুলতে ৯.৫ সেকেন্ড সময় বলাগবে বলে দাবি করেছে মারুতি সুজুকি। লিটার পিছু মাইলেজ মিলবে ২৩.২৪ কিমি।পাওয়ারট্রেনের সাথে সংযুক্ত ই-সিভিটি গিয়ারবক্স।

Maruti Suzuki Invicto: ফিচার্স ও সেফটি

বৈশিষ্ট্য হিসেবে মারুতি সুজুকি ইনভিক্টো পেয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার-প্লে সমেত একটি ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং ইত্যাদি। কিন্তু এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম অনুপস্থিত, যা Innova Hycross-এ আছে। সুরক্ষাজনিত ফিচারের তালিকায় রয়েছে ছয়টি এয়ারব্যাগ, অটো হোল্ড সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, হিল হোল্ড অ্যাসিস্ট, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, থ্রি-পয়েন্ট সিটবেল্ট, ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কোরেজ ইত্যাদি।

Show Full Article
Next Story