Maruti Invicto: মারুতির নতুন গাড়ির বুকিং শুরু, বুক করতে কত টাকা দিতে হচ্ছে জানুন
আগামী ৫ জুলাই ভারতের বাজারে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র নতুন ফ্ল্যাগশিপ মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি Invicto লঞ্চ...আগামী ৫ জুলাই ভারতের বাজারে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র নতুন ফ্ল্যাগশিপ মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি Invicto লঞ্চ করতে চলেছে। এই পেল্লায় মাপের গাড়িটি Toyota Innova Hycross-এর রিব্যাজ ভার্সন হিসেবে আসবে। লঞ্চের আগে গাড়িটির বুকিং গ্রহণ শুরুর কথা ঘোষণা করল মারুতি। আগ্রহী ক্রেতারা সংস্থার নেক্সা ডিলারশিপ থেকে ২৫,০০০ টাকার বিনিময়ে গাড়িটি বুকিং করতে পারবেন। আবার নেক্সা-র ওয়েবসাইট থেকেও শীঘ্রই বুকিং করা যাবে।
Maruti Suzuki Invicto-র বুকিং গ্রহণ চালু হল
ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে Innova Hycross-এর চাইতে Maruti Suzuki Invicto-এর সম্মুখের ডিজাইনে ফারাক বর্তমান। এটি মারুতি সুজুকির যাত্রীবাহী গাড়ির লাইনআপের সর্বোচ্চ স্থান দখল করবে। কারণ এটি তাদের সবচেয়ে দামি মডেল হিসেবে আসতে চলেছে। গাড়িটি কর্ণাটকে টয়োটার বিদাদির কারখানায় তৈরি হবে। তবে সুজুকি নিজের ব্যাজিং ব্যবহার করে এটি বিক্রি করবে।
প্রসঙ্গত, ২০১৭-তে মারুতি সুজুকি ও টয়োটা এ দেশে যৌথভাবে গাড়ি নিয়ে আসার জন্য গাঁটছড়া বেঁধেছিল। একাধিক মডেল ছাড়াও Toyota Urban Cruiser Hyryder-কে অনুসরণ করে এসেছে Maruti Suzuki Grand Vitara। এদিকে Hycross এমপিভি মডেলটি চাহিদা এতটাই বেশি যে, বুকিং করার পর গাড়িটির চাবি হাতে পেতে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয়।
মারুতির প্রথম গাড়ি হিসাবে দুর্ঘটনা এড়াতে Invicto গাড়িটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) সহ হাজির হবে। আবার সংস্থার দ্বিতীয় মডেল হিসেবে স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেন এবং প্যানরামিক সানরুফ থাকবে এতে। এছাড়া গাড়িটি ইনোভা হাইক্রস-এর মতো ৭ অথবা ৮ আসন সংখ্যায় উপলব্ধ হতে পারে।