Maruti invicto: মারুতি সুজুকির সবচেয়ে দামী গাড়ি স্রেফ 6 লাখেই! কীভাবে পাবেন? দেখুন

সম্প্রতি ভারতে মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের সবচেয়ে দামি মাল্টিপারপাস ভেহিকেল (MPV) Invicto লঞ্চ করেছে। এটি Toyota Innova Crysta-র রিব্যাজ মডেল। গাড়িটি সংস্থার প্রিমিয়াম ডিলারশিপ…

সম্প্রতি ভারতে মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের সবচেয়ে দামি মাল্টিপারপাস ভেহিকেল (MPV) Invicto লঞ্চ করেছে। এটি Toyota Innova Crysta-র রিব্যাজ মডেল। গাড়িটি সংস্থার প্রিমিয়াম ডিলারশিপ চ্যানেল নেক্সা (Nexa)-র মাধ্যমে বিক্রি করা হবে। এটি একটি ২.০ লিটার স্ট্রং হাইব্রিড পেট্রল ইঞ্জিনিয়ার অফার করা হয়েছে। যা ২৩.২৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করবে বলে দাবি সংস্থার।

Maruti Suzuki Invicto লোনে কিনতে হলে এত টাকা ডাউন পেমেন্ট করতে হবে

উচ্চমূল্যের হওয়ার কারণে বহু ক্রেতা Maruti Suzuki Invicto নগদ অর্থে না কিনে, ফাইন্যান্স অপশনে বাড়ি নিয়ে আসার কথা চিন্তা করছেন। কিন্তু এক্ষেত্রে কত টাকা ডাউনপেমেন্ট করলে মাসিক কিস্তির পরিমাণ কত দাঁড়াবে এই নিয়ে ক্রেতাদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই যদি আপনার মনেও এমন প্রশ্ন থেকে থাকে তবে এই প্রতিবেদনের শেষ পর্যন্ত চোখ রাখুন। Invicto মাসিক কিস্তিতে কেনার ক্ষেত্রে যাবতীয় সংশয় দূর হবে বলে আশা করছি।

লোনে গাড়ি কেনার ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে নানান প্রশ্ন দেখা দেয়। যেমন, সুদের হার, লোন পরিশোধের সময়সীমা ইত্যাদি। এখানে জানিয়ে রাখি, বিভিন্ন ব্যাঙ্ক হরেক রকম সুদের হারে লোন দিয়ে থাকে। আবার ইদানিং লোন পরিশোধের জন্য ক্রেতাদের নিজের পছন্দ মতো সময়সীমা বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে কোম্পানিগুলি। তাই আলোচনার সুবিধার জন্য ১০% সুদের হার ও পরিশোধের সময়কাল ৫ বছর ধরে নেওয়া হল।

জানিয়ে রাখি, Maruti Suzuki Invicto তিনটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – Zeta+ 7 seater, Zeta+ 8 seater ও Alpha+ 7 seater। এদের অন-রোড প্রাইস যথাক্রমে – ২৮.৭৭ লাখ টাকা, ২৮.৮২ লাখ টাকা ও ৩২.৯৩ লাখ টাকা। Zeta+ 7 seater ও Zeta+ 8 seater মডেল কিনতে হলে যদি ৬ লাখ টাকা ডাউনপেমেন্ট করা হয়, তবে প্রতি মাসে ইএমআই-এর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ৪৮,৩৪৮ টাকা ও ৪৮,৪৭০ টাকা । আবার Alpha+ 7 seater ভ্যারিয়েন্ট বাড়ি নিয়ে আসতে হলে যদি ৬.৫৯ লাখ টাকা এককালীন জমা করা হয়, সেক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ দাঁড়াবে ৫৫,৯৭৪ টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন