দাম ঘোষণার আগেই শোরুমে ভিড়, দেড় মাসেই Maruti-র দুই নয়া গাড়ির বুকিং 30,000 ছাড়াল

ভারতের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) এ বছর জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপো-তে একজোড়া...
SUMAN 25 Feb 2023 5:51 PM IST

ভারতের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) এ বছর জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপো-তে একজোড়া এসইউভি (SUV) মডেলের উপর থেকে পর্দা সরিয়েছিল। যেগুলি হল – পাঁচ দরজা বিশিষ্ট Jimny এবং Fronx। বুকিং শুরু হওয়ার প্রথম দিন থেকেই গাড়ি দুটি ক্রেতামহল থেকে ব্যাপক সাড়া পেয়েছে। মাত্র ৪৪ দিনের মধ্যেই Jimny ২০,০০০ এবং Fronx-এর বুকিং ১০,০০০ পার করার কথা জানালো ইন্দো-জাপানি সংস্থাটি।

Maruti Suzuki Jimny ও Fronx : বুকিং

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গাড়ি দুটির বুকিং গ্রহণ করা হচ্ছে। আবার মারুতির সমস্ত প্রিমিয়াম ডিলারশিপ থেকেও জিমনি ও ফ্রঙ্কস বুক করা যাচ্ছে। প্রথম মডেলটির জন্য লাগছে ২৫,০০০ টাকা এবং দ্বিতীয় মডেলটি ১১,০০০ টাকার টোকেন অ্যামাউন্টে বুক করা যাচ্ছে।

Maruti Suzuki Jimny ও Fronx : ইঞ্জিন এবং গিয়ারবক্স

Jimny-র আসন্ন মডেলটিতে এগিয়ে চলায় শক্তি প্রদান করতে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১০৫ বিএইচপি শক্তি এবং ১৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি। এতে উপস্থিত AllGrip Pro 4×4 সিস্টেম, যাতে অফ-রোডিংয়ে কোনো সমস্যায় না পড়তে হয়। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথাক্রমে ৩,৯৮৫ মিমি, ১,৬৪৫ মিমি, ১,৭২০ মিমি ও ২১০ মিমি।

অন্যদিকে, Fronx কম্প্যাক্ট এসইউভি গাড়িটিতে উপস্থিত একটি ১.০ লিটার ৩-সিলিন্ডার, টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১০০ বিএইচপি শক্তি এবং ১৪৮ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটি ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ হবে। এটি আবার ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন সমেত কেনা যাচ্ছে। যার আউটপুট ৮৯ বিএইচপি এবং ১১৩ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন।

Maruti Suzuki Jimny ও Fronx : সম্ভাব্য দাম

Maruti Suzuki Fronx-এর মূল্য এ বছর এপ্রিলে ঘোষণা করা হতে পারে। যেখানে পাঁচ দরজা বিশিষ্ট Jimny-র মূল্য মে’তে প্রকাশ্যে আনা হবে বলে অনুমান করা হচ্ছে। লঞ্চের পর Fronx হতে চলেছে মারুতি সুজুকির সবচেয়ে সস্তার সাব কম্প্যাক্ট এসইউভি। যার দাম ৭.৫০ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

Show Full Article
Next Story