দাম ঘোষণার আগেই প্রায় 35,000 অর্ডার, Maruti-র নতুন গাড়ি বুক করতে হুড়োহুড়ি

দেশের সবচেয়ে বড় গাড়ি বিক্রেতা মারুতি সুজুকি (Maruti Suzuki) চলতি বছরের শুরুতেই অটো এক্সপো ইভেন্টে এসইউভি সেগমেন্টে...
techgup 7 March 2023 4:59 PM IST

দেশের সবচেয়ে বড় গাড়ি বিক্রেতা মারুতি সুজুকি (Maruti Suzuki) চলতি বছরের শুরুতেই অটো এক্সপো ইভেন্টে এসইউভি সেগমেন্টে পাঁচ দরজা বিশিষ্ট জিমনি (Jimni) এবং ফ্রনএক্স (Fronx) গাড়ি দুটির উপর থেকে প্রথম পর্দা সরিয়েছিল। এরপরেই গত ১২ই জানুয়ারি থেকে উৎসাহী গ্রাহকদের জন্য দুটি গাড়ির প্রি-র্ডার শুরু করে দেয় তারা। সকলকে অবাক করে এই কয়েক সপ্তাহের মধ্যেই ঝুলিতে প্রায় ৩৫,০০০ বুকিং নথিবদ্ধ হয়েছে, যা এক কথায় অভাবনীয়। এখনো পর্যন্ত গাড়ি দুটির আনুষ্ঠানিক লঞ্চ কিংবা দাম ঘোষণা দুটি কাজই বাকি রেখেছে সংস্থা।

Maruri Suzuki Gymny, Fronx: প্রি-বুকিং ও ডেলিভারি

আগামী এপ্রিলেই ফ্রঙ্কস এবং তার ঠিক পরের মাসেই জিমনি মডেলটির দাম ঘোষণা এবং আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কাজ সেরে ফেলবে তারা। এই দুটি গাড়ির ক্ষেত্রেই স্বল্প কিছু মূল্য টোকেন হিসাবে জমা করে গ্রাহকরা প্রি-বুকিং তালিকায় নাম তুলতে পারেন। পাঁচ দরজা বিশিষ্ট জিমনির জন্য ২৫,০০০ টাকা এবং কম্প্যাক্ট এসইউভি ফ্রঙ্কস এর জন্য ১১,০০০ টাকার টোকেন জমা রাখতে হবে।

উৎসাহী ক্রেতাগণ সংস্থার নেক্সা (Nexa) ব্র্যান্ডের ওয়েবসাইট কিংবা ডিলারশিপের কাছ থেকে এই কাজ সম্পাদন করতে পারবেন। এক তথ্যসূত্র মারফত মারুতি দাবি করেছে যে জিমনি এবং ফ্রঙ্কস এর এখনো পর্যন্ত বুকিং সংখ্যা যথাক্রমে ২১,০০০ ও ১২,০০০ যা অতিশীঘ্রই ৩৫ হাজারের মাইল ফলক টপকে যাবে।

Maruri Suzuki Gymny, Fronx: ইঞ্জিন ও গিয়ার বক্স

পাঁচ দরজা যুক্ত জিমনিতে চালিকা শক্তি যোগাবে ১.৫ লিটারের পেট্রোল চালিত ইঞ্জিন। সর্বোচ্চ ১০৩ বিএইচপি শক্তি এবং ১৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে এই ইঞ্জিন থেকে। সাথে রয়েছে ফাইভ স্পিড মানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের অপশন। এই গিয়ার বক্সের সঙ্গে অফ-রোডে চলার জন্য AllGrip Pro 4×4 সিস্টেম দেওয়া হয়েছে।

অন্যদিকে সাবকম্প্যাক্ট এসইউভি ফ্রঙ্কসের প্রাণ ভোমরা হিসেবে থাকবে ১.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৯৮.৬ বিএইচপি এবং ১৪৭.৬ এনএম। ট্রান্সমিশন সিস্টেম হিসেবে পাঁচ ধাপযুক্ত ম্যানুয়াল এবং ৬ ধাপ যুক্ত অটোমেটিক গিয়ার বক্স অপশন থাকবে।

এছাড়াও গাড়িটিতে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন অপশন উপলব্ধ থাকবে, যা ৮৮.৫ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে। এক্ষেত্রে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স অপশন হিসেবে দেওয়া হবে।

Maruri Suzuki Gymny, Fronx: লঞ্চের সময় এবং সম্ভাব্য মূল্য

আগামী এপ্রিল ও মে মাসেই ফ্রঙ্কস এবং জিমনির দাম ঘোষণা করতে পারে মারুতি সুজুকি। তাই লঞ্চের পরে ফ্রঙ্কস গাড়িটি সংস্থার সবচেয়ে কম দামের সাবকম্প্যাক্ট এসইউভি এর তকমা পাবে বলেই মনে করা হচ্ছে। এর সম্ভাব্য মূল্য হবে ৭.৫০ লাখ টাকা। অন্যদিকে ৫ দরজা যুক্ত জিমনির দাম ১২ লাখ টাকার আশেপাশে হতে পারে।

Show Full Article
Next Story