Maruti Suzuki Jimny নাকি Force Gurkha? স্পেসিফিকশনে কোন গাড়ি এগিয়ে
মারুতি সুজুকি তাদের বহু প্রতীক্ষিত ৫ দরজা বিশিষ্ট এসইউভি জিমনি (Jimny) আগামী মাসে ভারতে লঞ্চ করতে চলেছে। চলতি বছরের...মারুতি সুজুকি তাদের বহু প্রতীক্ষিত ৫ দরজা বিশিষ্ট এসইউভি জিমনি (Jimny) আগামী মাসে ভারতে লঞ্চ করতে চলেছে। চলতি বছরের শুরুতেই অটো এক্সপো ইভেন্টে আত্মপ্রকাশ করার পর থেকেই এর প্রি-বুকিং চালু হয়েছে। ইতিমধ্যেই গুরুগ্রামের কারখানাতে জিমনি এর উৎপাদন শুরু করেছে মারুতি। বাজারে মারুতি সুজুকি জিমনির অন্যতম প্রধান প্রতিপক্ষ হল Force Gurkha। আজকের আলোচনায় এই দুটি গাড়ির মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হলো।
Maruti Suzuki Jimny vs Force Gurkha: ডাইমেনশন
মারুতি সুজুকি জিমনি গাড়িটি লম্বায় ৩৯৮৫ মিমি। সে তুলনায় খানিকটা এগিয়ে ফোর্স গুরখা। এটির দৈর্ঘ্য ৪১১৬ মিমি। এমনকি চওড়াতেও খানিকটা পিছিয়ে জিমনি। এটির প্রস্থ ১৬৪৫ মিমি হলেও ফোর্স গুরখা এর ক্ষেত্রে তা ১৮১২ মিমি। মারুতির এই গাড়িটির উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ১৭২০ মিমি এবং ২৫৯০ মিমি। অন্য হাতে থাকা ফোর্স গুরখা এর উচ্চতা ২০৭৫ মিমি এবং হুইল বেসের দৈর্ঘ্য ২৪০০ মিমি। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি। সে তুলনায় খানিক এগিয়ে পাঁচ দরজা বিশিষ্ট জিমনি। এটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২১০ মিমি।
Maruti Suzuki Jimny vs Force Gurkha: ইঞ্জিন স্পেসিফিকেশন
মারুতি জিমনিকে এগিয়ে চলার সমস্ত শক্তি সরবরাহ করে ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১০৫ পিএস এবং ১৩৪ এনএম। সাথে রয়েছে পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল এবং চার ধাপযুক্ত অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।
অন্যদিকে ফোর্স গুরখা-তে অধিক শক্তিশালী ২.৬ লিটারের টার্বো ইঞ্জিন ব্যবহার করা হলেও এক্ষেত্রে কেবলমাত্র ডিজেল অপশন উপলব্ধ রয়েছে। এই ইঞ্জিনটির থেকে সর্বোচ্চ ৯২ পিএস শক্তি এবং ২৫০ এনএম টর্ক পাওয়া হয়। এক্ষেত্রে কেবলমাত্র ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স উপলব্ধ রয়েছে। তবে দুটি গাড়িই ফোর হুইল ড্রাইভ অপশনে পাওয়া যায়।
Maruti Suzuki Jimny vs Force Gurkha: দাম
এখনও পর্যন্ত মারুতির তরফে পাঁচ দরজা যুক্ত জিমনি এর দাম ঘোষণা করা হয়নি। তবে এটির এক্স শোরুম মূল্য ১০ লাখ থেকে ১৪ লাখ টাকার মধ্যে থাকবে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। অন্যদিকে ফোর্স গুরখা কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টেই কিনতে পাওয়া যায়। এটির এক্স শোরুম মূল্য ১৪.৭৫ লাখ টাকা।